যুবভারতীতে মেসি(Messi) বিশৃঙ্খলা কাণ্ডে বল গড়িয়েছে আদালতেও। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলা হয়েছে। তার জেরে হাইকোর্টে(Calcutta High Court) তিনটি জনস্বার্থ মামলা হয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে সোমবার রাজ্যকে রিপোর্ট দিতে বলা হয়েছে আদালতের পক্ষ থেকে।
বৃহস্পতিবার মামলাগুলি ওঠে হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে। রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনি সুপ্রিম কোর্টে ব্যস্ত থাকায় আজ শুনানি সম্ভব নয়। সেই কারণেই মুলতবির আবেদন জানানো হয়। রাজ্যের আর্জি মেনেই শুনানি পিছিয়ে দেয় আদালত। সোমবার গোটা ঘটনার রিপোর্ট পেশ করতে বলা হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। সেদিনই এই মামলার শুনানি হবে।

যুবভারতী কাণ্ডে তদন্তের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে কমিটি গঠন করা হয়েছে তা নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। এই কমিটিতে আছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়, মুখ্য সচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সোমবার জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের বক্তব্য ছিল রাজ্যের গড়া কমিটির তদন্ত করার ক্ষমতাই নেই। সঠিক তদন্তের জন্য পৃথক কমিটি প্রয়োজন। ইতিমধ্যেই উচ্চ পদস্থ পুলিশ কর্তা এবং আমলাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে।

–

–

–

–

–

–


