বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য জুড়ে যখন এসআইআর ঘিরে রাজনৈতিক উত্তাপ, ঠিক সেই আবহেই মঙ্গলবার বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়জোড়া ব্লকের বীরসিংহপুর ময়দানে একটি রাজনৈতিক জনসভায় যোগ দেওয়ার কথা তাঁর। এই সভা থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮টিই হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। লোকসভা নির্বাচনেও জেলার দুই আসনের মধ্যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জয়ের মুখ দেখেনি রাজ্যের শাসক দল। ফলে বাঁকুড়া জেলা তৃণমূলের কাছে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরকে ঘিরে দলের অন্দরেই বাড়তি তৎপরতা। তৃণমূল নেতৃত্বের দাবি, এই জনসভায় কমপক্ষে এক লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্য নেওয়া হয়েছে। সংগঠনকে চাঙ্গা করা এবং বিরোধীদের শক্ত ঘাঁটিতে বার্তা পৌঁছে দেওয়াই এই সভার মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।

রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন এই সভা থেকে মুখ্যমন্ত্রী আগামী বিধানসভা নির্বাচনের লড়াইয়ের সুর কীভাবে বাঁধেন, সেই দিকেই তাকিয়ে তৃণমূল নেতা-কর্মীরা। পাশাপাশি বিরোধী শিবিরও অপেক্ষায় রয়েছে, বাঁকুড়ার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে কী ইঙ্গিত দেন, তা বোঝার জন্য।
আরও পড়ুন – বিশেষ সংশোধনীতে প্রবীণ ভোটারদের স্বস্তি! শুনানিতে হাজিরার বাধ্যবাধকতা নয়

_

_

_

_

_

_
_


