ক্যালেন্ডারের পাতা ওল্টানোর মাহেন্দ্রক্ষণে বিশ্ববাসীকে পথ দেখাল প্রশান্ত মহাসাগরের ছোট্ট প্রবাল দ্বীপ কিরীটিমাটি। ঘড়ির কাঁটা বারোটা ছোঁয়ার অনেক আগেই সেখানে পৌঁছে গেল নতুন বছর। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতি বছরের মতো এবারও ২০২৬ সালকে প্রথম স্বাগত জানানোর কৃতিত্ব পেল কিরীটিমাটি দ্বীপের বাসিন্দারা।
কিরিবাতি রাষ্ট্রের অন্তর্গত এই দ্বীপটি আন্তর্জাতিক তারিখ রেখার একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত। যখন ভারতের আকাশে বিকালের আলো ম্লান হয়ে আসছে, তখনই কিরীটিমাটিতে শুরু হয়ে গিয়েছে নতুন বছরের আবাহন। বিশ্বের এই প্রথম বর্ষবরণকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল উৎসবের আমেজ। আতশবাজি, গান-বাজনা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয় সেখানে।
কিরীটিমাটির হাত ধরেই বিশ্বজুড়ে শুরু হয়েছে বর্ষবরণের মহড়া। এই দ্বীপের পর একে একে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সিডনি হারবারে শুরু হবে জমকালো উৎসব। ইউরোপের দেশগুলোতেও প্রস্তুতি তুঙ্গে। মাল্টার রাজধানী ভ্যালেটাতে আজ স্থানীয় সময় রাত পৌনে ন’টা নাগাদ বড়সড় উৎসবের আয়োজন করা হয়েছে। কলকাতাতেও এখন উৎসবের মেজাজ। পার্ক স্ট্রিটের আলোকসজ্জা আর মানুষের ভিড় জানান দিচ্ছে বাঙালির বর্ষবরণের উন্মাদনা। তবে সময়ের নিয়মে কিরীটিমাটিই এখন আকর্ষণের কেন্দ্রে, কারণ ভোরের প্রথম আলো আর নতুন বছরের প্রথম দিনটি তারাই প্রথম প্রত্যক্ষ করল। কয়েক ঘণ্টার মধ্যেই সময়ের চাকা ঘুরে পৃথিবীর বাকি প্রান্তেও পৌঁছে যাবে ২০২৬-এর নতুন সুর।
আরও পড়ুন- রাত পোহালেই প্রতিষ্ঠাদিবস! রাজ্য জুড়ে নানা কর্মসূচি তৃণমূলের
_
_
_

_
_

_
_


