কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে নিজেদের জারি করা একটি বিজ্ঞপ্তি প্রত্যাহার করল রাজ্যের শিক্ষা দফতর। ২০১৬ সালে বাতিল হওয়া এসএসসি প্যানেলে থাকা প্রার্থীদের পুরনো চাকরিতে ফেরানোর সময়সীমা বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা আর কার্যকর থাকছে না বলে জানানো হয়েছে। ফলে পুরনো কাজে ফেরার জন্য নির্ধারিত সময়সীমা বাড়ছে না।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে জানানো হয়েছিল, ২০১৬ সালের বাতিল হওয়া এসএসসি প্যানেলে যাঁরা ছিলেন, তাঁরা পুরনো চাকরিতে ফিরতে পারবেন এবং সেই প্রক্রিয়া ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। তবে সময়সীমার মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় বলে শিক্ষা দফতরের তরফে ৩১ আগস্ট পর্যন্ত মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলার শুনানির প্রেক্ষিতেই এবার ওই মেয়াদ বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে। স্কুলশিক্ষা কমিশনার ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

শিক্ষা দফতর সূত্রে আরও জানা গিয়েছে, পুরনো কাজে ফিরতে ইচ্ছুক প্রার্থীদের একাংশ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, এই সিদ্ধান্তে বৈষম্য তৈরি হচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই আদালতে বিষয়টি ওঠে। বর্তমানে প্রায় ৪৩০০-এর বেশি ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকাকে ধাপে ধাপে পুরনো কাজে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে শিক্ষা দফতর সূত্রে খবর। সময়সীমা না বাড়ায় এই প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার উপর জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- রাত পোহালেই প্রতিষ্ঠাদিবস! রাজ্য জুড়ে নানা কর্মসূচি তৃণমূলের

_

_

_

_

_



