Thursday, January 1, 2026

শুরুর আদিকাল থেকে ডিসেম্বরে পর্যটকের রেকর্ড! শীতে জমজমাট সাইন্স সিটি

Date:

Share post:

শীতের দাপট উপেক্ষা করেই নিজের রেকর্ড নিজেই ভাঙল সাইন্স সিটি। ১৯৯৭ সালে পথচলা শুরু করার পর এই প্রথম ডিসেম্বর মাসে সর্বাধিক পর্যটকের আগমন ঘটল সেখানে। বর্ষশেষে মোট ১০ হাজার ৯০০ পর্যটক সাইন্স সিটিতে এসেছেন বলে জানা গিয়েছে। মাসভিত্তিক হিসেবেই এই ডিসেম্বরেই নতুন রেকর্ড তৈরি হয়েছে।

সাইন্স সিটির নোডাল মিডিয়া অফিসার পার্থ সারথী সাহা জানান, সাইন্স সিটি তৈরির পর এই প্রথম কোনও এক মাসে, তাও শীতের মরসুমে, এত বেশি পর্যটক এসেছেন। তাঁর কথায়, বছরের শেষ ভাগে মানুষের ঘোরাঘুরির আগ্রহ বেড়ে যাওয়াই এর অন্যতম কারণ।

তবে শুধু সাইন্স সিটিই নয়, শহরের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিও বছরের শেষে ভিড়ে উপচে পড়েছিল। ৩১ ডিসেম্বর কলকাতা চিড়িয়াখানায় পর্যটকের সংখ্যা ছিল ২৭ হাজার ৮৪০ জন। সংখ্যাটি উল্লেখযোগ্য হলেও শেষ রবিবারের তুলনায় কিছুটা কম। সেদিন চিড়িয়াখানায় দর্শনার্থীর সংখ্যা ছিল প্রায় ৭১ হাজার।

বছরের শেষ দিনে আনন্দ উপভোগে কোনও খামতি রাখেননি শহরবাসী। মিউজিয়াম, পার্ক স্ট্রিট, ইকো পার্ক, নিক্কো পার্ক—সব জায়গাতেই ছিল থিকথিকে ভিড়। শহর, শহরতলি ও গ্রামাঞ্চলের ক্লাব, ডিস্ক, ক্যাফেগুলিতেও চলেছে বর্ষবরণের প্রস্তুতি। একই সঙ্গে শহরের বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সেন্ট পলস ক্যাথিড্রাল-সহ একাধিক গির্জায় সকাল থেকেই ভিড় জমে ওঠে। শুধু পর্যটন কেন্দ্র নয়, কেকের দোকান ও চাইনিজ খাবারের স্টলগুলিতেও ছিল বাড়তি ভিড়। নতুন বছরকে স্বাগত জানাতে শহর জুড়ে ছিল উৎসবের আবহ।

আরও পড়ুন- এসএসসি মামলায় বাড়ল না সময়! বিজ্ঞপ্তি প্রত্যাহার শিক্ষা দফতরের

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিদায় ২০২৫, নতুন বছরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছাবার্তা অভিষেকের

পুরনো বছরের পাতা উল্টে নতুন বছরে পা দেওয়ার মুহূর্তে শুভেচ্ছাবার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

আয়নায় মুখ দেখুন! অনুপ্রবেশ-দুর্নীতি-নারী নিরাপত্তা ইস্যুতে শাহকে পাল্টা জবাব তৃণমূলের

রাজ্যের অনুপ্রবেশ, দুর্নীতি ও নারী নিরাপত্তা— এই তিন ইস্যু নিয়ে অমিত শাহকে (Amit Shah) পাল্টা কড়া জবাব দিল...

মতুয়াদের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া যাবে না! কমিশনকে সাফ বার্তা অভিষেকের

রাজ্যের বৈধ বাসিন্দা মতুয়া সম্প্রদায়ের মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলল তৃণমূল...

প্রাপ্তি-অপ্রাপ্তিতে কাটল 2025, নাচে-গানে-হুল্লোড়ে স্বাগত 2026

পাতা উল্টোলো ক্যালেন্ডারের। প্রাপ্তি-অপ্রাপ্তিতে মিশিয়ে কাটাল 2025। বুধবার, সন্ধে থেকে নাচে গানে হুল্লোড়ে 2026-কে (Happy New Year) স্বাগত...