সুশাসনের দাবি জানানো বিজেপি আদতে যে কতটা দুষ্কৃতীদের আশ্রয়স্থল তা আরও একবার প্রমাণ করল রাজধানী দিল্লি (Delhi)। শীতের সন্ধ্যায় ফের একবার প্রকাশ্যে গুলি (firing) চলল রাজধানীতে। এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ উঠল। যদিও কাউকেই গ্রেফতার করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) দিল্লি পুলিশ (Delhi Police)।

শুক্রবার দিল্লির সেক্টর ২৪-এর রোহিনী (Rohini) এলাকায় একটি গুলি চলার ঘটনার খবর পৌঁছয় পুলিশের কাছে। ফোনে গুলির খবর পেয়ে বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় গোবিন্দপুর থানার পুলিশ (Govindpur police station)। ঘটনাস্থল থেকে অন্তত ১৫টি গুলির খোল (bullet) উদ্ধার করা হয়।

দিল্লি পুলিশ জানায়, এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলার ঘটনা ঘটে। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই। অন্তত তিনজন হামলাকারী ঘটনাস্থলে ছিল। ঘটনায় এক বড় গ্যাংস্টারের (gangster) নাম জড়িয়েছে, দাবি পুলিশের।
আরও পড়ুন : মেশিন দিয়ে বাংলাদেশি খুঁজে বের করে যোগীরাজ্যের পুলিশ! পরিযায়ীদের হয়রানি জারি

গুলির ঘটনার তদন্তে ঘটনাস্থলে পৌঁছন রোহিনীর ডিসিপি রাজীব রঞ্জন। তিনি দাবি করেন, ব্যবসায়ীকে আগেও খুনের হুমকি দেওয়া হয়েছিল। ভয় দেখাতেই গুলি চালানোর ঘটনা ঘটতে পারে। তবে কোন গ্যাংস্টারের নাম উঠে এসেছে ঘটনায়, তা তিনি স্পষ্ট করে জানাননি।

–

–

–

–

–


