Friday, January 9, 2026

বাংলায় কথা বলায় ‘বাংলাদেশি’ তকমা দিয়ে মারধর! ৮ পরিযায়ী শ্রমিককে হেনস্থা ছত্তিশগড়ে

Date:

Share post:

বাংলাদেশি তকমা দিয়ে সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের মার বিজেপি (BJP) শাসিত ছত্তিশগড়ে (Chattisgarh)। বাংলায় কথা বলার জন্য বিজেপি এবং বজরং দলের দুষ্কৃতীরা পুরুলিয়ার ৮ সংখ্যালঘু পরিযায়ী শ্রমিককে ব্যাপক মারধর করেছেন। একজনের হাত ভেঙে গিয়েছে। খবর জানতে পেরে রাইপুর জেলার কোতোয়ালি থানার পুলিশ ৮ জনকে উদ্ধার করেছে।

মাস তিনেক আগে ছত্তিশগড়ের (Chattisgarh) রায়পুরের সুরজপুর এলাকায় পাউরুটি কারখানায় কাজ শুরু যান পুরুলিয়া (Purulia) মফস্বল থানার চেপড়ি গ্রামের শেখ জসিম। টানা দু’মাস কাজ করার পর কারখানায় আরও শ্রমিকের চাহিদা থাকায় মাস খানেক আগে তার ভাই শেখ আলম-সহ চেপড়ি গ্রামের শেখ বাবিন ওরফে শরিফুল, শেখ জুলফিকার ও শেখ সাহিল-সহ তেঁতলো গ্রামের আরবাজ কাজি এবং আড়শা থানার ভুরসু গ্রামের শেখ মিনাল ও শেখ ইসমাইলকে কাজের জন্য সেখানে নিয়ে যান। অভিযোগ, রবিবার বিকেলে শ্রমিকদের পারিশ্রমিক নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বচসা হয়। কিছুক্ষণ পরেই বিজেপি এবং বজরংদলের সদস্যরা ওই কারখানায় পৌঁছায়। এবং বাংলায় কথা বলায় তাদের বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

চেপড়ি গ্রামের তৃণমূলের (TMC) বুথ সভাপতি শেখ ইকবাল বলেন, “এই বিষয়ে পুরুলিয়া মফস্বল থানার আইসির সঙ্গে আমরা দেখা করেছি। পরিবারের তরফে প্রত্যেকের নথি পত্র পুলিশের হাতে জমা করেছি।” তেঁতলো গ্রামের বাসিন্দা আরবাজ কাজীর বাবা সায়েদ কাজী আতঙ্কে রয়েছেন। কারণ তিনিও ঝাড়খণ্ডের পাউরুটি কারখানায় কাজ করেন। তাঁর কথায়, “ছেলেকে বাংলাদেশি বলে মারধর করার কথা শুনে খুব ভয়ে আছি।” ৮ পরিযায়ী শ্রমিক যাতে বাড়ি ফিরে আসেন তার জন্যে আড়শা ও পুরুলিয়া মফস্বল থানার তরফে প্রত্যেকের পরিচয় পত্র-সহ প্রয়োজনীয় নথি সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...