Saturday, January 10, 2026

ট্রাম্পের চরম মাইগ্রেশন নীতি! মিনিয়াপোলিসে ICE-এর গুলিতে মৃত্যু মহিলার

Date:

Share post:

ট্রাম্পের চরম মাইগ্রেশন নীতির জেরে নিহত মহিলা (US Immigration Police)! বুধবার মিনিয়াপোলিসে ICE(ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট)-এর গুলিতে ৩৭ বছর বয়সী রেনে নিকোল ম্যাক্কলিন গুডের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। রেনের ছ’বছর বয়সী একটি সন্তান রয়েছে।

ঘটনাটি ঘটেছে শহরের দক্ষিণাঞ্চলীয় আবাসিক এলাকায়। ভিডিও ফুটেজে দেখা গেছে, গাড়িতে থাকা ম্যাক্কলিন গুডকে এক ICE কর্মকর্তা গাড়ির দরজা খুলতে নির্দেশ দেন। SUV সামান্য এগোলে অন্য এক কর্মকর্তা গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। কমপক্ষে দুটি শট গাড়িতে লাগে, গাড়িটি পার্ক করা দুটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। আরও পড়ুন: হাদি খুনে ভারতের নাম জড়ানোর পিছনে স্বার্থ আছে ইউনূসের! বিস্ফোরক মন্তব্য হাসিনার

হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোএমের দাবি, কর্মকর্তারা “প্রশিক্ষণ অনুযায়ী” কাজ করেছেন। তিনি আরও দাবি করেছেন, যখন অভিযান চলছিল তখন গাড়িতে আগ্নেয়াস্ত্র ছিল, রেনে গুলি চালানোর চেষ্টা করছিলেন। এমনকি এক কর্মকর্তাকে চাপা দেওয়ার চেষ্টাও করছিলেন বলে অভিযোগ। কর্মকর্তারা ‘আত্ম প্রতিরক্ষা’ করতে গিয়ে গুলি চালান। তবে মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে পাল্টা জানিয়েছেন, ভিডিওতে এমন কিছু দেখা যাচ্ছে না যে গাড়ি আক্রমণাত্মকভাবে এগিয়েছিল। জ্যাকব বলেন, ICE-এর অভিযান ‘পরিবার ভেঙে দিচ্ছে’ এবং ‘শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।’ পুলিশ প্রধান ব্রায়ান ও’হারা বলেন, নিহত ব্যক্তি কাউকে আঘাত করার চেষ্টা করেননি বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞ মহলের অভিযোগ, ট্রাম্পের এই কঠোর দমনমূলক অভিবাসন নীতির জেরে খুনের চেষ্টা নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার এই নীতির জেরে তুলোধোনা হতে হয়েছে সরকারকে।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...