ইরানে ভারতীয়দের গ্রেফতারি নিয়ে ভুয়ো তথ্য পেশ ঘিরে ফের একবার পাকিস্তানের ষড়যন্ত্র ফাঁস করল ভারতের বিদেশ মন্ত্রক (MEA)। একদিকে ইরানের ভারতীয় দূতাবাসের (Indian embassy) তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়, পাকিস্তানের (Pakistan) তরফ থেকে প্রচার করার তথ্য ভুয়ো। সেই সঙ্গে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হল, ইরানের (Iran) সব ভারতীয় পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস।

ইরানের পুলিশের হাতে আফগানিস্তান ও ভারতের নাগরিকরা গ্রেফতার হয়েছে, ভুয়ো ভিডিও (fake video) দেখিয়ে এমন খবর ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। আফগানিস্তানের ১০ নাগরিকের সঙ্গে ৬ ভারতীয় নাগরিকের গ্রেফতারির দাবি করা হয় সেই পোস্টে। পরে ইরানের ভারতীয় দূতাবাসের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, এই ধরনের খবর যা এক্স হ্যান্ডেল-এ ছড়িয়েছে তা মিথ্যে।

এরপরই ভারতীয় বিদেশমন্ত্রকের একটি সূত্রে জানানো হয়, যে এক্স হ্যান্ডেল থেকে এই তথ্য ছড়ানো হয়েছিল তা পাকিস্তানের। তার পরিচয় প্রকাশ করে জানানো হয় সেটি পাকিস্তান থেকে পরিচালিত একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল (social media handle)। অর্থাৎ পাকিস্তানের তরফ থেকেই ভারত ও ইরানের সম্পর্ক খারাপ করতে এই ধরনের তথ্য ছড়ানো হয়েছে।
সোমবার ভারতীয় বিদেশমন্ত্রকের সেক্রেটারি বিক্রম মিশ্রি সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দেন, ইরানে যা ঘটছে তাতে নজর রাখছে ভারত। সেখানে একটা বড় অংশের ভারতীয় নাগরিক রয়েছে এবং ভারতীয় পড়ুয়া রয়েছে। সেখানে নানা ধরনের বিধি নিষেধ জারি থাকলেও ভারতীয় দূতাবাসের কাজ জারি রয়েছে। এবং তাঁরা ভারতীয় পড়ুয়াদের (Indian students) সঙ্গেও যোগাযোগ রেখেছে।

আরও পড়ুন : ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়, ইরানে (Iran) ভারতীয় পড়ুয়াদের (Indian students) সঙ্গে যোগাযোগ করে জানা গিয়েছে তাঁরা সকলেই নিরাপদে আছে। তাঁরা কোন ধরনের বিপদের সম্মুখীন হয়নি। এর পরই আরও স্পষ্ট হয়ে যায় পাকিস্তানের ভারত বিরোধী প্রচার।

–

–

–

–


