Tuesday, January 13, 2026

খসড়া তালিকায় ‘মৃত’! ১০ ‘ভূত’কে কোচবিহারের সভামঞ্চে আনলেন অভিষেক, মোক্ষম খোঁচা কমিশনকে

Date:

Share post:

খসড়া ভোটার তালিকার ১০মৃতকে কোচবিহারের ব়্যাম্পে হাঁটালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। মঙ্গলবার, রণসংকল্প যাত্রায় কোচবিহারে সভা করছেন তৃণমূলের সেনাপতি। আর এদিন ফের সেই মঞ্চ থেকে বিজেপি-কমিশনকে একতিরে নিশানা করেন অভিষেক।

বারুইপুর, তাহেরপুরের পরে কোচবিহার (Coochbehar)- সভামঞ্চে ফের ‘ভূতদের’ হাঁটালেন অভিষেক। ২০২৪ সালে ব্রিগেডের মেগা সমাবেশের মতোই উন্মুক্ত ক্রস ব়্যাম্প করা হচ্ছে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রণসংকল্প যাত্রায়। এদিন ভোটার তালিকার ১০ ‘ভূত’কে সেই ব়্যাম্পে হাঁটিয়ে নির্বাচন কমিশনকে মোক্ষম খোঁচা দেন অভিষেক।

২ জানুয়ারি বারুইপুরের সভার প্রথম এই চমক দেখা যায়। অভিষেক ব্যাখ্যা দেন, ব়্যাম্পে ‘মৃত‘দের হাঁটাবেন বলেই এই ব্যবস্থা। এদিন, কোচবিহারের সভাতেও ১০জনকে উপস্থিত করেন হাঁটালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রশ্ন তোলেন, ১০জন দাঁড়িয়ে আছেন, তাঁদের দেখতে পাচ্ছেন? কিন্তু নির্বাচন কমিশন পাচ্ছে না। তাঁর এই জেলায় থাকা এই ভোটারদের মৃত বলে খসড়া তালিকায় রেখেছে বিজেপির নির্দেশ চলা কমিশন। তালিকায় রয়েছেন অশ্বিনী অধিকারী, কাজিমা খাতুন, আলিমান বেওয়া, মুর্শিদ আলম, আজিজুর রহমান, তপন বর্মন-সহ ১০ জন।

কমিশনকে মোক্ষম খোঁচা দিয়ে অভিষেক বলেন, “এরা সবাই জীবিত, অথচ ভোটার তালিকায় এদের অস্তিত্ব নেই।” এর পরেই প্রশ্ন ছুড়ে তৃণমূলের সেনাপতি বলেন, মানুষের মৌলিক ভোটাধিকার কেড়ে নেওয়ার এই চেষ্টার জবাব দেবেন না?

কোচবিহারের SIR-এর নামে সাড়ে তিন লক্ষ মানুষকে নতুন করে নোটিশ ধরানো হয়েছে বলে অভিযোগ অভিষেক। তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “যাঁরা কমিশনের নোটিশ পেয়েছেন, তাঁদের সবার নাম যেন ভোটার লিস্টে থাকে, এটা দলের কর্মীদের নিশ্চিত করতে হবে। দিল্লির বিষয়টা আমরা বুঝে নেব।”

কর্মীদের উদ্দেশে অভিষেক বলেন, বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে। এটা শুধু তৃণমূল বনাম বিজেপি নয়, বাংলার অধিকার বনাম বিজেপির লড়াই। কোনও বুথে যেন বিজেপি জিততে না পারে, এটা সুনিশ্চিত করতে হবে।

spot_img

Related articles

বাঁকুড়ায় গাড়িতে পাচার নির্বাচনের ফর্ম! তথ্য চুরিতে সরব মুখ্যমন্ত্রী

বিজেপির নেতারা যা বলছেন, দেখা যাচ্ছে দুদিন পরে নির্বাচন কমিশন সেই পদক্ষেপ নিচ্ছে। আবার নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ...

১২০ জনের কোয়ারেন্টাইন! নিপা ভাইরাস রুখতে তৎপর রাজ্য

সোমবারই বারাসাতে ধরা পড়েছে ২ নিপা ভাইরাস আক্রান্ত (Nipah Virus)। সেইদিন থেকেই কন্ট্যাক্ট ট্রেসিং শুরু করেছিল স্বাস্থ্য দফতর।...

নাম বাদ কেন? সরাসরি BLO-EROদের প্রশ্ন করুন: তোপ মুখ্যমন্ত্রীর, নথি জমার রসিদ নেওয়ার পরামর্শ

অন্যায়ভাবে নাম বাদ! SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

উত্তরপ্রদেশে জ্যাকেটের ভিতর সাপ নিয়ে হাসপাতালে আক্রান্ত: রোগীকে চিকিৎসা ‘অস্বীকার’

কোন সাপ কামড়েছে, বোঝাতে জ্যাকেটের মধ্যে সাপ ভরে নিয়ে এলেন এক রিক্সাচালক। উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) মুহূর্তে চাঞ্চল্য শুরু...