বিরাট রোহিতদের ব্যর্থতার দিনে উজ্জ্বল কেএল রাহুল(KL Rahul )। ফের একবার ভারতীয় ব্যাটিংয়কে ভরসা দিলেন কঠিন সময়ে। শতরান করে অভিনব সেলিব্রেশন করলেন। যা নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চা তুঙ্গে।

রাজকোটের পিচ ব্যাটিং সহায়ক। সেই পিচে ব্যর্থ হলেন বিরাট-রোহিত। তবে দুই মহারথীর ব্যর্থতার দিনে উজ্জ্বল কেএল রাহুল (KL Rahul)।। ৯২ বলে করলেন ১১২ রান, সঙ্গে রইলেন অপরাজিত। কেএল রাহুল হলেন প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক ক্রিকেটে রাজকোটে সেঞ্চুরি পেলেন। শতরান করার পর হেলমেট খুলে ফেলেন, বাঁহাতের গ্লাভসও খোলেন। মধ্যমা আর অনামিকা- বাঁহাতের দুই আঙুল মুখে পুরে দিয়ে গোটা মাঠের দিকে ঘুরে তাকান।

এর আগে শতরান করার পর কানে আঙুল দিয়ে সেলিব্রেশন করতেন রাহুল। কিন্ত সুনীল গাভাসকর রাহুলকে বলেছিলেন, শতরানের পর দর্শকদের গর্জনটা শোনার জন্য সেই সময় কানে আঙুল না দেওয়ার সেই মতোই সেলিব্রেশনের স্টাইল বদলে ফেলেন।
বুধবার দ্বিতীয় একদিনের ম্যাচে মাত্র ১১৮ রানে চার উইকেট হারিয়ে ভারত যখন ধুঁকছে, সেই সময় মাঠে নামেন ভারতের নতুন ‘মিস্টার ডিপেন্ডেবল’। সেঞ্চুরি হাঁকিয়ে, নটআউট থেকে ভারতে পৌঁছে দিলেন সম্মানজনক স্কোরে।

রাহুল একে একে পার্টনারশিপ তৈরি করেন রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডির সঙ্গে। তিনি এক প্রান্ত থেকে দলের হাল ধরে রাখলেও অন্য দিক থেকে কেউ ক্রিজে ছিলেন না।নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান তুলল ভারত।

–

–

–

–

–


