
মেষ: কর্মে পদোন্নতি। দেহে আঘাত হওয়ার যোগ। পুরনো বন্ধুসঙ্গে ব্যবসায়িক উন্নতি।


বৃষ: পেশাদার চিকিৎসক, উকিল, সাহিত্যিক প্রমুখের শুভ সময়। আর্থিক উন্নতি। স্বাস্থ্য মোটামুটি।


মিথুন: বিদ্যায় উন্নতি। কাজকর্মের দিনটি শুভ। মনে চঞ্চলতা।

কর্কট: গৃহে ও বন্ধুদের সঙ্গে মতান্তরে মনঃকষ্ট। চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে অগ্রগতি। আর্থিক শক্তি বৃদ্ধি।


সিংহ: আয় ভাগ্য শুভ হলেও ব্যয়ের চাপ থাকবে। অফিসকর্মীদের কর্মে উন্নতি।


কন্যা: বিজ্ঞান সাধকদের সাধনায় উন্নতি। আর্থিক বল বৃদ্ধি। মানসিক অস্থিরতা থাকবে।


তুলা: শারীরিক অসুস্থতার কারণে চিত্তচাঞ্চল্য। ব্যবসায় উন্নতি। রাজনীতিকদের সাংগঠনিক কর্মে সাফল্য।


বৃশ্চিক: অর্থভাগ্য অনুকূল। সুচিকিৎসায় আরোগ্য লাভ। মনে চঞ্চলতা।


ধনু: সৃজনশীল কর্মে সাফল্য ও সুনাম। উকিল, চিকিৎসকদের শুভ দিন। স্বাস্থ্য মোটামুটি।


মকর: ব্যবসায়িক কাজে দিনটি শুভ। নতুন ব্যবসা আরম্ভের বিষয়ে যোগাযোগ। শরীর-স্বাস্থ্য ভালো থাকবে।

কুম্ভ: মানসিক উত্তেজনার বসে সাংসারিক কলহের সম্ভাবনা। কর্মে উন্নতি। উচ্চশিক্ষায় ও গবেষণায় বিশেষ শুভ।

মীন: অর্থাগম ভাগ্য অনুকূল। কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্য। বিদ্যা ও কারিগরি শিক্ষায় বিশেষ শুভ।
আরও পড়ুন – আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের


