সোমবার বারাসতের সভার আগেই সভার মেজাজ বেঁধে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সিঙ্গুরে যে দিশাহীন ‘পাল্টানোর’ আওয়াজ তোলার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), তার পাল্টা নদিয়ার চাপড়া (Chapra) থেকে দিয়েছিলেন অভিষেক (Abhishek Banerjee)। ফের একবার বারাসতের (Barasat) সভার আগে বাংলা-বিরোধী বিজেপির সরকারকে দিল্লি বদলের হুঁশিয়ারি অভিষেকের।

চাপড়ার সভা থেকে যেভাবে বিজেপিকে পাল্টানোর ডাক দিয়েছিলেন অভিষেক, সেই সুরে সুর মিলিয়েই তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, মেয়ের কাছেই থাকবে বাংলা। পারলে বিজেপি দিল্লি সামলা। যেভাবে প্রচার মন্ত্রী নিজের পিঠ চাপড়ানো প্রচারের পিছনে খরচ করেন, তার অর্ধেকও বাস্তবের উন্নয়নের কাজে লাগাতেন তবে দেশের কোটি কোটি মানুষ দুর্দশায় পড়তেন না। তাঁর গ্যাস-বেলুন, ফাঁকা বুক ফোলানো বুলিতে বাংলা শুধুই ‘সোনার বাংলা’, ‘কমল ছাপ’, ‘পরিবর্তন’ স্লোগানই পেয়েছে।

যে পাল্টানোর বার্তা মোদি দেওয়ার চেষ্টা করেছেন সেই মোদিকেই চ্যালেঞ্জ অভিষেকের। তিনি লেখেন, বিজেপি চিৎকার করছে ‘পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার’। ওরা বাংলার মানুষকে বদলে ফেলতে চায়। কিন্তু বিজেপি বাংলার মানুষকে শাস্তি দিয়ে, হেনস্থা করে তাঁদের সামনে যেভাবে ঝোঁকাতে চাইছে তাতে বাংলার মানুষ নত হবে না, ভেঙে পড়বে না, পাল্টাবে না। ২০২৬-এর পর ১০ কোটি বাংলার মানুষ ধুলোয় মিশিয়ে দেবে মোদির (Narendra Modi) গর্ব এবং বাংলার মানুষের হার না মানা মানসিকতার কাছে পরাজিত হয়ে ‘জয় বাংলা’ (Joy Bangla) স্লোগান দেবেন।

আরও পড়ুন : পাল্টাবেন আপনি: মোদির ‘পাল্টানো দরকার’ স্লোগানের পাল্টা হুংকার অভিষেকের

চাপড়ার রোড-শোতে বিপুল জমায়েতের উল্লেখ করে অভিষেক দাবি করেন, চাপড়ার রোড-শোর বিপুল জমায়েত আকাশের আগুনের শিখার মতো ফলাফল দেখিয়ে দিয়েছে। বাংলার মানুষ ঐক্যবদ্ধ, ক্রুদ্ধ এবং বাংলা-বিরোধীদের ঘরে ঢুকিয়ে দিতে প্রস্তুত। কৃষ্ণনগরে নিরঙ্কুশ জয় পাবে তৃণমূল কংগ্রেস, এবং গোটা বাংলায় বিজেপিকে ৫০-এর নিচে নামিয়ে আনবে। বাংলার মানুষের জয় অবশ্যম্ভাবী।

মেয়ের কাছেই থাকবে বাংলা
পারলে বিজেপি দিল্লি সামলাIf the Prachar Mantri spent half as much time on actual development as he does churning out self-congratulatory slogans, millions across the country might not be drowning in misery. From “Sonar Bangla” to “Kamal Chhaap” to… pic.twitter.com/yt9c4DIvHj
— Abhishek Banerjee (@abhishekaitc) January 19, 2026
–

–

–

–



