কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ কমছে শীতের আমেজ। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বাড়তে শুরু করবে। সোমবার কলকাতা ও তার পার্শ্ববর্তী ১৩ ডিগ্রি সেলসিয়াস ও জেলাগুলিতে ৯ থেকে ১১ ডিগ্রী ছিল। আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়ার প্রভাব কমে যাওয়াতেই এই পরিবর্তন। কলকাতা ও আআশপাশের জেলাগুলোতে ফলে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রাতের ঠান্ডা ধীরে ধীরে কম অনুভূত হবে।

যদিও দিনের বেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। সেই কারণে সকালের সময় দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা থাকছে। তবে বেশ কিছু জেলাতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার জন্য দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও পড়ুন: শহরের মধ্যে জলভর্তি গভীর নালা: নয়ডায় মর্মান্তিক মৃত্যু ইঞ্জিনিয়ারের

অন্যদিকে, উত্তরবঙ্গেও আপাতত বড় কোনও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিঙে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে পারদ নেমেছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। এ ছাড়া আর কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামেনি। সেখানে রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও শীতের দাপট খুব একটা বাড়বে না বলেই মত আবহাওয়া দফতরের। সব মিলিয়ে জানুয়ারির শেষ ভাগে শীতের শেষ ইনিংস খেলতে নামলেও, দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বসন্তের আবহাওয়ার আভাস মিলতে শুরু করেছে।

–

–

–

–

–

–

–

