SSC-র বয়সে ছাড় সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা সুযোগ পাননি, তাঁরা নতুন প্রক্রিয়ায় বয়সে ছাড় পাবেন- বলে নির্দেশ দিয়েছিলেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সোমবার সেই নির্দেশই স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের সঞ্জয় কুমার ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ।

২৬ হাজার চাকরি বাতিল মামলায় শীর্ষ আদালত যাঁরা দাগি নন (Unattended), তাঁরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। বয়সের সীমা পেরিয়ে গেলেও তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এই রায়ের ব্যাখ্যা চেয়ে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড় চেয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। হাই কোর্টের বিচারপতি (Calcutta High Court) অমৃতা সিনহার বেঞ্চে মামলার শুনানি হয়।
আরও খবর: আগে আত্মসমর্পণ: হাই কোর্টের নির্দেশ বহাল রেখে BDO প্রশান্ত বর্মণকে সুপ্রিম নির্দেশ

১২ ডিসেম্বর বিচারপতি অমৃতা সিনহা জানান, স্কুল সার্ভিস কমিশন (SSC) আলাদা করে ‘দাগি’ নন অর্থাৎ ‘Unattended’-দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি। ফলে যাঁদের নাম দাগির তালিকায় নেই, তাঁদের ক্ষেত্রেও সুপ্রিম নির্দেশ প্রযোজ্য হবে। অর্থাৎ বয়সের কারণে কাউকে নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ দেওয়া যাবে না। সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্ট মামলা দায়ের হয়। এদিন কলকাতা হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি মার্চ মাসে। তার আগে সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে নির্দেশ দেওয়া হয়েছে।

–

–

–

–

–

–

–


