Monday, January 19, 2026

বড়পর্দায় ফের প্রসেনজিৎ-চিরঞ্জিত জুটি, সঙ্গে রঞ্জিতও! অপেক্ষায় সিনেপ্রেমীরা

Date:

Share post:

একটা সময়ে বহু সুপারহিট সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছে চিরঞ্জিত ও প্রসেনজিৎ জুটি। কিন্তু মাঝে কেটে গিয়েছে বহু বছর। একসঙ্গে পর্দায় ফেরেননি তাঁরা। এবার ফের বড় পর্দায় একসঙ্গে কাজ করছেন চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। ‘বিজয়নগরের হীরে’ ছবিতে ‘কাকাবাবু’র মেন্টর হিসেবে রয়েছেন চিরঞ্জিত। সময়ের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে টানাপোড়েন ছিল। তবে সব ভুলে আবারও বড় পর্দায় ফিরলেন এই জুটি।

বড় ঘোষণা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। টলিউডের (Tollywood) ‘ইন্ডাস্ট্রি’ জানান “দীপকদাকে নিয়ে একটা বড় ছবি করতে চলেছি। প্রস্তুত হোন সকলে। ওই ছবিতে রঞ্জিতদাও থাকছেন। একসঙ্গে তিন জনে মিলে ছবি করব।” প্রসেনজিতের কথায় মাথা নেড়ে চিরঞ্জিতও জানিয়ে দিলেন, “ভালো স্ক্রিপ্ট দিলেই আমি রাজি।” ‘বিজয়নগরের হীরে’-তে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। তবে আপাতত ছবি মুক্তির অপেক্ষায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নস্টালজিক ‘কাকাবাবু’ বলেন, “একটা সময়ে আমরা একসঙ্গে প্রচুর সিনেমা করেছি। সবসময়ে সাক্ষাৎকারে বলি যে এখন দু’জন নায়ক নিয়ে কাজ করা যায় না। আর একটা সময়ে ‘ঘর সংসার’-এ রঞ্জিত মল্লিক, তাপস পাল, চিরঞ্জিত চক্রবর্তী আর আমি ছিলাম। ৫০ সপ্তাহ সিনেমাটা চলেছিল। ‘বন্ধু আপনজন’ গানটায় এখনও মানুষ নাচে। তবে এবার ‘বিজয়নগর’-এর টিমের কাছে চিরঞ্জিত চক্রবর্তী ছিলেন প্রথম ও একমাত্র পছন্দ।”
আরও খবরনাবালিকাকে নির্যাতন CRPF কনস্টেবলের, স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে রক্ত: কটাক্ষ তৃণমূলের

এতদিন পর শুটিং ফ্লোরে একসঙ্গে দুজনকে দেখে চোখে জল এসেছে উপস্থিত অনেকেরই। নিজেদের পুরোনো সম্পর্কের বাঁধন আরেকবার ঝালিয়ে নিয়ে প্রসেনজিৎ বলেন, “আমার যদি মনে হয় রাত দুটোয় দীপকদাকে ফোন করতে হবে বা উল্টোটা তা হলে নির্দ্বিধায় আমরা সেটা করতে পারি। এখানে কোনও দ্বিধা নেই।”

spot_img

Related articles

ভারত সফরে আরব আমিরশাহির প্রেসিডেন্ট, দিল্লি বিমানবন্দরে স্বাগত প্রধানমন্ত্রীর 

ভারত সফরে এলেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহেন। সোমবার দুপুরে দিল্লি বিমানবন্দরে তাঁকে...

উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী কুলদীপের আর্জি খারিজ হাইকোর্টে

দিল্লি হাই কোর্টে উন্নাও ধর্ষণকাণ্ডে (Unnao Rape case) দোষী সাব্যস্ত হওয়া কুলদীপ সেঙ্গারের আবেদন খারিজ হয়ে গেল। কুলদীপ...

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ইউটিউবে মুক্তি পেল ‘লক্ষ্মী এলো ঘরে’

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নমূলক কাজে বদলে গিয়েছে বাংলার মানুষের জীবন। রাজ্য সরকারের বিভিন্ন নারীকল্যাণ ও সামাজিক প্রকল্পের...

অবশেষে জেলমুক্তি, মেসিকাণ্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন শতদ্রু

গত বছরের ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে (Messi tour)চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটে, এই ঘটনার জেড়ে গ্রেফতার করা হয়...