Wednesday, January 21, 2026

‘ড্রাগনের দেশে কলমযুদ্ধ’: দুমলাটে চিন-জীবনের অভিজ্ঞতা প্রকাশ করলেন প্রীতিময়

Date:

Share post:

চিনে থাকা জীবনযাত্রা নিয়ে লেখা প্রীতিময় চক্রবর্তীর (Pritmoy Chakraborty) নতুন বই (Book) ‘ড্রাগনের দেশে কলমযুদ্ধ’ আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল কলকাতা প্রেস ক্লাবে। বুধবার, অনুষ্ঠানে উপস্থিত গুরুবক্স সিং, গৌতম ভট্টাচার্য (Goutam Bhattacharya), শ্রেণিক শেঠ, একতা ভট্টাচার্য এবং দীপ প্রকাশনীর কর্ণধার দীপ্তাংশু মণ্ডল।

নিজের বই প্রকাশ (Book Release) অনুষ্ঠানে প্রীতিময় চক্রবর্তী অকপটে বলেন, সাংবাদিকতায় তিনি টিকে থাকতে পারেননি। এক ক্রীড়া সাংবাদিককে দেখে তাঁর মনে হয়েছিল, তিনিও স্পোর্টস রিপোর্টার হতে পারবেন, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। পরে দেশ ছেড়ে চিনে গিয়ে ব্যবসা শুরু করেন এবং সেখানে যথেষ্ট সাফল্যও পান। মজার ছলে তিনি বলেন, “আদতে আমি ফাঁকা মাঠে গোল দিই।”

প্রীতিময় জানান, ২০০৮ সালে অশোক দাশগুপ্ত তাঁকে বেজিং অলিম্পিক কভার করার দায়িত্ব দেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বুঝতে পারেন, আন্তর্জাতিক ইভেন্ট কভার করা কতটা কঠিন কাজ। সাংবাদিকদের থেকেই তিনি শিখেছেন- রোজ পড়া, লেখা এবং নিয়মিত খবর পড়া কতটা জরুরি। প্রীতিময়ের কথায়, এই বইটি তাঁর চিনের অভিজ্ঞতার সরাসরি বিবরণ নয়, তবে এতে রয়েছে চিন কীভাবে এত বড় অলিম্পিক উদ্বোধন করতে পারে তার নানা গল্প। তিনি স্পষ্ট করেন, বইটি কোনও সিরিয়াস গ্রন্থ নয়, বরং নানা অভিজ্ঞতা ও গল্পের সমাহার।

অনুষ্ঠানে উপস্থিত বক্তরা গুরুবক্স সিংয়ের অবদানের কথা উল্লেখ করেন। কলকাতার ক্রীড়াজগতকে তুলে ধরার ক্ষেত্রে তাঁর ভূমিকা আরও বেশি করে আলোচিত হওয়া উচিত ছিল বলে মন্তব্য করা হয়। ৮৮-৮৯ বছর বয়সেও যেভাবে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। প্রীতিময় যদি কখনও বই লেখেন, তবে অলিম্পিক বিষয়ক বইয়ের থেকেও বেশি আগ্রহ নিয়ে তা পড়বেন বলে জানান বক্তারা।

spot_img

Related articles

হিরণের দ্বিতীয় বিয়ে: বাবার নাম মুছে মা-কেই ‘আসল হিরো’র তকমা দিলেন কন্যা নিয়াসা

গত সপ্তাহের মঙ্গলবার দুপুর থেকে টলিউড অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chattopadhyay) দ্বিতীয় বিয়ের ছবি ঘিরে...

কাটছে অচলাবস্থা! স্থায়ী উপাচার্য পেল রাজ্যের আরও আট বিশ্ববিদ্যালয় 

দীর্ঘদিনের উপাচার্য নিয়োগ–জট অবশেষে কাটতে চলেছে। রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে থাকায় প্রশাসনিক...

একাদশ-দ্বাদশ নিয়োগের ১৮,৯০০ জনের তালিকা: পূর্ণাঙ্গ তালিকাসহ তিন তালিকা এসএসসির

নির্ধারিত সময় মেনে এসএসসি-র একাদশ-দ্বাদশের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তালিকায় জায়গা পেয়েছে ১৮,৯০০ জন। এর মধ্যে...

শাহেনশার টয়লেটে ‘সোনার কমোড’?

বলিউডের শাহেনশা বলে কথা! রাজকীয় জীবনযাপন করবেন অমিতাভ বচ্চন সেটা আর নতুন কথা কী। তাঁর ‘জলসা’র অন্দরমহল কেমন...