মনিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি একটু শান্ত হলেও কুকি- মেইতেই হিংসার (meitei-kuki violence) রেশ এখনও কাটেনি। এরই মাঝে কুকি সম্প্রদায়ের এক যুবককে খুনের অভিযোগ উঠলো মেইতেই সম্প্রদায়ের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে চূড়াচাঁদপুরের কুকি অধ্যুষিত এলাকায়। আরও পড়ুন: চেন্নাইতে কাজে গিয়ে মৃত্যু মালদহের পরিযায়ী শ্রমিকের!

জানা গিয়েছে, মৃতের নাম এম ঋষিকান্ত(৩৮)। কাকচিং জেলার বাসিন্দা ছিলেন তিনি। নেপালে চাকরি করতেন। ঋষিকান্তের স্ত্রী কুকি সম্প্রদায়ের। ছুটি পেয়ে যুবক চূড়াচাঁদপুর এলাকায় স্ত্রীর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয়েছে যুবককে। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ১ মিনিট ১২ সেকেন্ডের এক ভিডিও। যেখানে দেখা যাচ্ছে হাত জড় করে রাস্তায় বসে আছেন যুবক। বাঁচার জন্য আকুতি করছেন সামনে থাকা দুই অস্ত্রধারীর কাছে। কিন্তু তারপরেই গুলির শব্দে সব নিশ্চুপ। পুলিশ জানিয়েছে, ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

–

–

–

–

–

–

–

–


