বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসি টি২০ বিশ্বকাপ বয়কটের ( T20 World Cup boycott) হুমকি দিয়েছে পিসিবি(PCB)। এবার পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে নিষেধজ্ঞার হুঁশিয়ারি আইসিসির। এশিয়া কাপ থেকেও পাকিস্তানকে ব্যান করা হতে পারে বলে জানিয়ে রেখেছে আইসিসি।

ভারত বিরোধিতায় অটল থেকে টি২০ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ। পরিবর্ত হিসাবে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি। কিন্ত বাংলাদেশকে প্রত্যক্ষ সমর্থন করছে পাকিস্তান (Pakistan)। আইসিসির ভোটাভুটিতে শুধু বাংলাদেশের পক্ষে ভোট দেওয়াই নয় একইসঙ্গে বিশ্বকাপ বয়কটেরও সুর শোনা যাচ্ছে জানা যাচ্ছে পিসিবি প্রধান নকভির মুখে। পাক বোর্ডের এই অবস্থান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে রসায়ন তৈরি হয়েছে, তাতে আইসিসি অত্যন্ত অসন্তুষ্ট। প্রকাশ্যে আইসিসিকে চ্যালেঞ্জ করা এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের হুমকি দেওয়ায় পিসিবির উপর ক্ষুব্ধ জয় শাহ।

সূত্রের খবর, পাকিস্তানের বিরুদ্ধে কঠোর মনোভাব নিতে পারে আইসিসি। সূত্রের খবর, পাকিস্তানকে ক্রিকেট বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে কোনও দেশ যাবে না, পাকিস্তানিরাও কোনও দেশে যেতে পারবে না। বাদ পড়বে এশিয়া কাপ থেকে। পাকিস্তান যদি টি২০ বিশ্বকাপ না খেলে, তাহলে বিদেশি খেলোয়াড়দের পিএসএলে খেলতে যাওয়ার ক্ষেত্রে আইসিসি নো অবজেকশন সার্টিফিকেট দেবে না। এছাড়া সব আন্তর্জাতিক দ্বিপাক্ষীয় সিরিজও বন্ধ করে দেওয়া হবে পাকিস্তানের।আইসিসি’র বড় টুর্নামেন্ট ছাড়া কোনও টুর্নামেন্টে খেলার অধিকারও থাকবে না পাকিস্তানের। এই ধরনের ব্যবস্থা নিলে পাক ক্রিকেটের আর্থিক পরিস্থিতি ‘পঙ্গু’ হয়ে যাবে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আইসিসি’র এক কর্তা জানিয়েছেন, নকভির এই সরাসরি চ্যালেঞ্জের ভঙ্গি একেবারেই নাপসন্দ আইসিসি’র। তাছাড়া বাংলাদেশ বোর্ডের সঙ্গে অলিখিত ‘দলবাজি’তে জড়িয়ে যেভাবে সম্মুখ সমরে নামছেন, তাও ভালো চোখে নেওয়া হচ্ছে না। সব মিলিয়ে টি২০ বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে মাঠের বাইরে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে।

যদিও এরইমধ্যে টি২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। আঘা সলমনের নেতৃত্বে খেলবে পাকিস্তান দল।

–

–

–

–

–


