Thursday, January 29, 2026

মার্ক্সবাদী থেকে হুমায়ুনবাদী! সেলিম-হুমায়ুনের ‘মন-বোঝা’-র বৈঠককে তীব্র খোঁচা কুণালের

Date:

Share post:

মুখে সেকুলার বলা সিপিএম কি এবার ভোটবাক্সে খাতা খুলতে ধর্ম নিয়ে রাজনীতি করা দলের সঙ্গে হাত মেলাবে? নাকি মুর্শিদাবাদে নিজের সিট পাকা করতে চাইছেন দলে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)? বাবরি মসজিদ গড়তে চাওয়া হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বাম নেতার বৈঠক ঘিরে উঠছে নানা প্রশ্ন। এই বৈঠক নিয়ে এবার মোক্ষম খোঁচা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, মার্ক্সবাদী থেকে হুমায়ুনবাদী হয়েছেন সেলিম। সেলিম-হুমায়ুনের ‘মন-বোঝা’-র বৈঠককে তীব্র খোঁচা দিয়েছেন কুণাল।

বুধবার কলকাতার পাঁচতারা হোটেলে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেছেন সদ্য গজিয়ে ওঠা জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। বৈঠকের জল কতদূর গড়ালো তা না বললেও রফার সম্ভাবনা যে আছে তা স্পষ্ট। এই নিয়ে তৃণমূলের কুণাল ঘোষ, সেলিম-হুমায়ুনের এই ‘মন-বোঝা’-র বৈঠক নিয়ে খোঁচা দিয়ে বলেছেন, “সেলিম কি প্রথম প্রথম প্রেমে পড়েছেন নাকি! যে মন বুঝতে গিয়েছিলেন? আসলে সিপিএমের রাজ্য সম্পাদক দেওলিয়ার রাজনীতির ভিক্ষা পাত্র হাতে এবাড়ি-ওবাড়ি-সেবাড়ি ঘুরছেন।” আরও পড়ুন: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ রণবীরের বিরুদ্ধে! দায়ের এফআইআর

কুণাল ঘোষ স্পষ্ট করেন, উন্নয়নকে সঙ্গে নিয়ে তৃণমূলই চতুর্থবার ক্ষমতায় আসবে। দীর্ঘ ৩৪ বছর ক্ষমতায় থাকার পর সিপিএমের একা লড়ার ক্ষমতা নেই বলেও কটাক্ষ করেন কুণাল। হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকে মত, ‘কোণঠাসা হুমায়ুন’কে এখন যে ডাকবে তাঁর কাছেই যাবেন তিনি। কিন্তু সিপিএমের এই ‘দ্বিচারিতা’র নিয়ে সেলিমকে ধুয়ে দেন কুণাল। তাঁর দাবি ২৯৪ সিটে বামফ্রন্টের লড়ার ক্ষমতাই নেই। তাই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী ভোট ভাগ করার যে চক্রান্ত হুমায়ুন কবীর করেছেন, তাতে সিপিআইএম সামিল হবে এমনটা যেন প্রত্যাশিত। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে আলোচনায় সেলিম-হুমায়ুন বৈঠক। এই বৈঠকে নিয়ে “ধর্মীয় মেরুকরণে যাব না” দাবি করা সিপিএমের আসল ভাঁওতাবাজি সামনে আনলেন কুণাল।

spot_img

Related articles

হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

আজ থেকে শুরু হয়ে গেল হাইমাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষা আর এই মর্মে এদিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা...

মডেল বাংলা: কৃষি উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ

রাজ্য বিজেপির নেতাদের মুখে ফের ঝামা ঘষে দিয়ে কেন্দ্রীয় সরকারের প্রশংসা ছিনিয়ে আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার ভার্চুয়াল...

মাথায় ট্রাঙ্ক, গায়ের জামায় সাঁটা দলিল! ‘SIR শুনানিতে’ অভিনব প্রতিবাদ ৭১ বছরের বৃদ্ধের

গায়ের জামা থেকে ঝুলছে একাধিক পরিচয়পত্র ও নথিপত্র, আর মাথায় একটি ভারী লোহার ট্রাঙ্ক। বৃহস্পতিবার এমনই এক অদ্ভুত...

সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চেও ধাক্কা শুভেন্দুর, নবান্নের সামনে ধর্নায় মিলল না অনুমতি

সিঙ্গল বেঞ্চের পরে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চেও ধাক্কা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu...