রাজ্য বিজেপির নেতাদের মুখে ফের ঝামা ঘষে দিয়ে কেন্দ্রীয় সরকারের প্রশংসা ছিনিয়ে আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে কৃষি উন্নয়ন নিয়ে বাংলার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান(Shivraj Singh Chauhan)।

নবান্ন সূত্রে জানা গেছে, দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্য-সহ একাধিক রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এবং কৃষন্তি যোজনার অগ্রগতি নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। বৈঠকে জানানো হয়, চলতি অর্থবছরে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় পশ্চিমবঙ্গ ৮৬ শতাংশ কাজ সম্পূর্ণ করেছে। যা নিয়ে রাজ্যের কৃষি দফতরের ভুয়সী প্রশংসা শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর মুখে।

নবান্ন সূত্রের খবর, বাংলাকে মডেল হিসেবে তুলে ধরে অন্য রাজ্যগুলিকে অনুকরণের প্রস্তাব দিয়েছেন । রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, চলতি অর্থবছরে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় কেন্দ্র ইতিমধ্যে প্রথম কিস্তিতে ২২০ কোটি ৩৫ লক্ষ টাকা এবং কৃষন্তি যোজনায় ১২৬ কোটি ২৫ লক্ষ টাকা রাজ্যকে দিয়েছে। প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই খরচ করেছে রাজ্য। দ্বিতীয় কিস্তির জন্য রাজ্যের তরফে যথাক্রমে ২২০ কোটি ৩৪ লক্ষ টাকা এবং ৮৮ কোটি ৭৫ লক্ষ টাকার প্রস্তাব কৃষি মন্ত্রকে পাঠানো হয়েছে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে।

–

–

–

–

–



