আজ থেকে শুরু হয়ে গেল হাইমাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষা আর এই মর্মে এদিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ২০২৬ সালের হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষা শুরু হয়েছে। ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা চলবে। প্রথমদিন ছিল বাংলা, উর্দু ও ইংরেজি বিষয়ের পরীক্ষা।

এদিন পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee )। নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, “সকল হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার্থীকে জানাই আমার আন্তরিক শুভকামনা। তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল ও সুন্দর হোক।”

–

–

–

–

–

–

–

–


