সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক – পড়ুয়ারা। বুধবার সকালে মালব্যনগরের এসকেভি স্কুল ও করোল বাগের অন্ধ্র স্কুল ওড়ানোর হুমকি ইমেল আসে। খবর পাওয়া মাত্রই পৌঁছে যায় পুলিশ ও বম্ব স্কোয়াড। দুই স্কুলেই নিয়ে যাওয়া হয় স্নিফার ডগ। স্কুল খালি করে শিক্ষাঙ্গন এবং পার্শ্ববর্তী অঞ্চলেও তল্লাশি চলছে। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই খবর।
–
–
–
–
–
–
–
–
–