রাজ্যের আরও চার বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা থেকেই নাম চূড়ান্ত করলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার ওই চার নতুন উপাচার্যকে (Vice-Chancellors) রাজভবনে ডেকে নিয়োগপত্র তুলে দেন তিনি। তবে এভাবে পর্যায়ক্রমে নিয়োগ পত্র না দিয়ে একেবারে সবকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামের তালিকায় আচার্যের সই করা উচিত বলেই মনে করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এভাবে ধীরে ধীরে কয়েকটি করে উপাচার্যের তালিকায় সই করা কার্যত শিশুসুলভ আচরণ এবং সময় নষ্ট বলেই মত শিক্ষামন্ত্রীর।

মঙ্গলবার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে তপতী চক্রবর্তী, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে জানে আলম, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে সৌরাংশু মুখোপাধ্যায় এবং হিন্দি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য (Vice-Chancellors) পদে নন্দিনী সাহুকে নিয়োগপত্র তুলে দিয়েছেন আচার্য। অযথা কাল বিলম্ব করে উপাচার্যদের নামের তালিকায় সই করার প্রসঙ্গে ব্রাত্য বসু জানান, একবারে সবকটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে স্বাক্ষর করা উচিত রাজ্যপালের। অন্তত সুপ্রিম কোর্টের অর্ডার আমি যা বুঝেছি। পুরোটাই মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছেড়েছেন সুপ্রিম কোর্ট।রাজ্যপালের কোথাও ভিন্নমত থাকলে সুপ্রিম কোর্টে পাঠাতে পারেন। সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রীর ওপরেই ছাড়বেন। ফলে এই লপ্তে লপ্তে সই করা শিশুমূলক এবং সময় নষ্টকারী।

আরও পড়ুন- সাক্ষাৎ ভগবান! SSKM-এ চাঁদা তুলে হাঁটু আংশিক বদল চিকিৎসকদের

এর আগে আরও ছয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হয়েছে। ৩৪ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দশটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হলো। এখন বাকি ২৪ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তালিকা কবে প্রকাশ করেন আচার্য সেটাই দেখার।