Saturday, November 15, 2025

হ্যাকার চক্রের পর্দাফাঁস কলকাতা পুলিশের! ট্যাবের টাকা গায়েবে গ্রেফতার আরও ৪ পান্ডা

Date:

ট্যাবের টাকা গায়েব হওয়ার ঘটনায় তদন্তে নেমে হ্যাকার চক্রের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। স্পেশাল ইনভেস্টিগেটিং টিম বা সিট গঠন করে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। আর এই তদন্তে উঠে আসছে একের পর এক নাম। একাধিক জেলায় অভিযান চালিয়ে চক্রের পান্ডাদের গ্রেফতার করছেন তদন্তকারীরা। সোমবার শিলিগুড়ি থেকে সিটের হাতে গ্রেফতার হল ৩ অভিযুক্ত। এর মধ্যে একজন প্রাথমিক স্কুলের শিক্ষক।

এদিন শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকায় সেবক রোডের একটি শপিং মল থেকে কলকাতা পুলিশের জালে ধরা পড়ে ৩ জন। ধৃতদের নাম দিবাকর দাস, গোপাল রায় ও বিশাল ঢালি। দিবাকর প্রাথমিক স্কুলের শিক্ষক। বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। বাকি দু’জনের বাড়ি শিলিগুড়িতে। ধৃতদের নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হয় দলটি। রবিবার কোচবিহারের দিনহাটাতেও প্রাথমিক স্কুল শিক্ষক মনোজিৎ বর্মন নামে একজনকে গ্রেফতার করে মালদহ পুলিশ। ধৃতদের জেরা করে এই চক্রের পান্ডাদের জালে পুরতে চাইছে সিট।

ট্যাবের টাকা গায়েবে এখন পর্যন্ত ভুক্তভোগী ১৯১১ জন পড়ুয়া। পুলিশের প্রাথমিক অনুমান, স্কুলের সার্ভার হ্যাক করে কিংবা পোর্টালের পাসওয়ার্ড চুরি করে এই কাণ্ড ঘটিয়েছে হ্যাকাররা। এদিন ঝাড়গ্রামে ট্যাব-কাণ্ডে পুলিশের জালে ধরা পড়ে চক্রের আরও এক পান্ডা। বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স এরিয়া থেকে মাজারুল আলমকে বিধাননগর থেকে সোমবার গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। ধৃত ওই ব্যক্তি চোপড়া এলাকার বাসিন্দা বলে ঝাড়গ্রাম জেলা পুলিশ সূত্রে জানা যায়। ঝাড়গ্রাম জেলায় এখনও পর্যন্ত ১২টি স্কুলে ট্যাবের ৬২টি অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ এসেছে। ধৃত মাজারুল আলমকে ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হয়। তাকে ৮ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন- খারিজ জামিনের আবেদন! আপাতত জেলেই থাকতে হবে সঞ্জয় চক্রবর্তীকে

 

Related articles

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...
Exit mobile version