রঞ্জিতে নজির অনশুলের, এক ইনিংসে একাই নিলেন ১০ উইকেট

রঞ্জিট্রফিতে ফের নজির । রেকর্ড গড়লেন হরিয়ানার অনশুল কম্বোজ। রঞ্জিতে কেরালার বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন হরিয়ানার পেসার। ৪৯ রান দিয়ে একাই নিলেন অনশুল। রঞ্জিট্রফিতে তৃতীয় বোলার হিসাবে এক ইনিংসে ১০ উইকেট নিলেন কোনও বোলার। এর আগে এই নজির রয়েছে প্রেমাংশু চট্টোপাধ্যায় এবং প্রদীপ সুন্দেরামের।

রঞ্জিট্রফিতে এক ইনিংসে প্রথম বার ১০ উইকেট নেওয়ার রেকর্ডটি বাংলার পেসার প্রেমাংশু চট্টোপাধ্যায়ের। ১৯৫৬-৫৭ মরশুমে অসমের বিরুদ্ধে এক ইনিংসে ২০ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। ১৯৮৫-৮৬ মরশুমে রাজস্থানের প্রদীপ সুন্দরাম বিদর্ভের বিরুদ্ধে এক ইনিংসে ৭৮ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন। ৩৯ বছর পর আবার সেই নজির গড়লেন হরিয়ানার অনশুল।

এছাড়াও রঞ্জিতে তৃতীয় বোলার হলেও , অনশুল ভারতীয়দের মধ্যে ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়লেন ষষ্ঠ বোলার হিসাবে। সুভাষ গুপ্ত, অনিল কুম্বলে এবং দেবাশিস মোহান্তিও ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন- সেনাবাহিনীর হানা, ভেঙে দেওয়া হল মোহনবাগান ক্লাবের মার্চেন্ডাইজ শপ