রমেনচন্দ্র বড়ঠাকুর কেই অসমের দায়িত্ব, ঘোষণা তৃণমূলের

শনিবারই কলকাতায় তৃণমূলে যোগদান করেন প্রাক্তন নেই কংগ্রেস নেতা। এপ্রিল মাসে কংগ্রেস ছাড়ার পর প্রাক্তন কংগ্রেসের মুখপাত্র (spokesperson) রমেন বড়ঠাকুর আপে যোগদান করেছিলেন

অসম প্রদেশ তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি (state president) হলেন রমেনচন্দ্র বড়ঠাকুর (Romen Chandra Borthakur)। সোমবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে অসম প্রদেশের জন্য নতুন সভাপতি নিযুক্ত করা হয়েছে।

সোমবার রমেনচন্দ্র বড়ঠাকুরকে বিধানসভায় নিয়ে গিয়ে নেত্রীর সঙ্গে দেখা করান মন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। শনিবারই কলকাতায় তৃণমূলে যোগদান করেন প্রাক্তন নেই কংগ্রেস নেতা। এপ্রিল মাসে কংগ্রেস ছাড়ার পর প্রাক্তন কংগ্রেসের মুখপাত্র (spokesperson) রমেন বড়ঠাকুর আপে যোগদান করেছিলেন। শনিবার তাঁর তৃণমূলে যোগদানের পরেই সোমবার তাকে অসমের তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া হল।