Friday, November 14, 2025

অবশেষে এল বিরাট শতরান। অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে রাজার কামব্যাক করলেন বিরাট কোহলি। পারথে দুরন্ত সেঞ্চুরি করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ১৩ মাস পর শতরান এল কিং কোহলির চওড়া ব্যাট থেকে। আর এর সৌজন্যে স্যার ডন ব্যাডম্যানের রেকর্ড ভেঙে দেন তিনি। এদিকে দ্বিতীয় দিনের মতোই পারথ টেস্টের তৃতীয় দিনেও দাপট দেখান ভারতীয় ব্যাটাররা। যশস্বী জয়সওয়ালের দারুণ ইনিংসের পর সেঞ্চুরি পেলেন বিরাটও। এরপরই ডিক্লেয়র দেন ভারত অধিনায়ক যশপ্রীত বুমরাহ। অজিদের জয়ের জন্য দরকার ৫৩৪। বিরাটের শতরানের সময় স্টান্ডে ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা।

রবিবার দুপুরে ক্যারিয়ারের ৩০তম টেস্ট সেঞ্চুরি করেন কোহলি। এই ক্ষেত্রে, তিনি টেস্ট ক্রিকেটে স্যার ডন ব্যাডম্যানকে পেছনে ফেলেছেন। অজি কিংবদন্তির ছিল ২৯ টি সেঞ্চুরি। ক্যারিয়ারের ২০২তম ইনিংসে এই সেঞ্চুরি করেছেন কোহলি। এ ছাড়াও, ৩০ তম টেস্ট সেঞ্চুরি করার পরে, ম্যাথু হেইডেন এবং শিবনারায়ণ চন্দরপলের শতরানের রেকর্ড ছুয়েছেন বিরাট। পারথ টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন কোহলি। সেঞ্চুরি করতে ১৪৩ বল খেলেন। বিরাটের সেঞ্চুরির পরেই ভারতীয় দল ইনিংস ডিক্লেয়ার করা দেয়।

দীর্ঘদিন শতরান করতে না পারা বিরাট যদিও ইনিংসের পর তাঁর পাশে থাকার জন্য যাবতীয় কৃতিত্ব দিয়েছেন স্ত্রী অনুষ্কা শর্মাকে। সোশ্যাল মিডিয়ায় ট্রলিং থেকে শুরু করে, প্রাক্তন ক্রিকেটারদের নানা মন্তব্যের জবাব দেওয়া কোহলি বলেন, “ ঘরের মধ্যে আমি কী অবস্থায় ছিলাম সেটা শুধু আমার স্ত্রী অনুষ্কা জানে। ও আমার পাশে ছিল। যে সময় খেলিনি সেই সময়ও আমার মাথায় চলছিল কী কী ভুল করছি, কেন এমনটা হচ্ছে এই ব্যাপারে। ” উইকেটে টিকে থেকে নিজের সেঞ্চুরি করার জন্য অনেক বল নষ্ট করেন বলে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগও যে তাঁকে আহত করেছে তা আরও একবার বুঝিয়ে বিরাট জানান, “আমি দলের স্বার্থেই খেলছি। তাই উইকেটে পড়ে থাকা আমার লক্ষ্য ছিল না। ভারতের হয়ে খেলাই আমার কাছে গর্বের। আর এটা করতে পারলে দারুণ লাগে।”

এটি ছিল কোহলির আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ৮১তম সেঞ্চুরি। সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরির নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি। সচিন তেন্ডুলকর ১০০ সেঞ্চুরি করে এই তালিকায় শীর্ষে। পারথ টেস্টে ১৪৩ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসে ছিল ২টি ছক্কা ও ৮টি চার।

আরও পড়ুন- গাড়ি দু.র্ঘটনায় প্রাণে বাঁ.চানো দুই যুবকে পুরস্কার পন্থের, কি উপহার দিলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ?

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version