Wednesday, August 27, 2025

কি কারণে নিভে গিয়েছিল অ্যাডিলেডে ফ্লাডলাইট ? সামনে এল কারণ

Date:

অ্যাডিলেডে চলছে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। গতকাল থেকে শুরু হয়েছে এই দিন-রাতের টেস্ট। তবে ম্যাচে প্রথম দিন দেখা গিয়ে দু’দুবার নিভে গিয়েছে ফ্লাডলাইট। একই ওভারের দু’বার আলো নিভে যাওয়। প্রায় ১০ মিনিট বন্ধ থাকে খেলা। কী কারণে বন্ধ হয়েছিল স্টেডিয়ামের আলো? সামনে এল কারণ।

এই নিয়ে স্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই সময় স্টেডিয়ামের পাশের অনুশীলন মাঠের আলো বন্ধ করতে চেয়েছিলেন গ্রাউন্ড স্টাফরা। কিন্তু প্রযুক্তিগত গোলমালের জন্য মাঠের চারটি লাইট স্ট্যান্ডের আলোগুলি নিভে যায়। যদিও ভুল বুঝতে পেরে সেটা শুধরে নেওয়া হয়। দ্বিতীয়বার আলো নিভে যাওয়ার কারণ ও সামনে এনেছেন তারা। কর্তৃপক্ষ জানাচ্ছে, এবারে নাকি ওই অনুশীলনেরই মাঠের আলো জ্বালাতে গিয়েছিলেন মাঠকর্মীরা। কারণ, অস্ট্রেলিয়ার ব্যাটাররা অনুশীলন করতে চেয়েছিলেন। এবারেও ওই একই ভুলের জন্য নিভে যায় মাঠের আলো।

জানা যাচ্ছে, ব্যাট করতে নামার আগে অস্ট্রেলিয়ার টপ অর্ডারের কয়েক জন ব্যাটার অনুশীলন করতে যান। ফ্লাডলাইটের আলোর মধ্যে গোলাপি বলের সঙ্গে চোখ সইয়ে নেওয়া জন্য তাঁরা থ্রোডাউন নিতে গিয়েছিলেন। তাই অস্ট্রেলিয়া শিবির নেটের আলো জ্বালানোর অনুরোধ করেন সংশ্লিষ্ট কর্মীদের। আসলে অ্যাডিলেডের স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ডের উপরে রয়েছে আলোর কন্ট্রোল রুম। পুরো ব্যবস্থা কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সংশ্লিষ্ট কর্মীরা নেটের আলো জ্বালাতে গিয়ে কম্পিউটারকে ভুল নির্দেশ দিয়ে ফেলেন। তাতে মাঠের ফ্লাডলাইন নিভে যায়।

আরও পড়ুন- অ্যাডিলেডে দিন-রাতের টেস্টের মাঝেই সিরাজের কপালে ঝুলছে আইসিসির শাস্তির খাঁড়া


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version