বিশ্রাম নেবে কিনা, সেই সিদ্ধান্ত বিরাটের, জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ

রেসের ঘোড়ার মতো ছুটছে টিম ইন্ডিয়া। তা সে টি-২০ হোক বা একদিনের ফরম্যাট বা টেস্ট সিরিজ, সবেতেই যেন সমান দক্ষ কোহলি ব্রিগেড। আজ, মঙ্গলবার রাঁচিতে দক্ষিণ আফ্রিকাক্বে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত। দলকে সেই গত মার্চ মাস থেকে এক নাগাড়ে নেতৃত্ব দিচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাই বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম নিতে পারেন তিনি। আর এই বিষয়ে তাঁর সিদ্ধান্তই শেষ কথা, এমনটা জানিয়েছেন সদ্য বিসিসিআইয়ের সভাপতি হওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিরাট বিশ্রাম নেবেন কিনা, সেই বিষয়ে তাঁর সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে বলে জানিয়েছেন সৌরভ। তিনি বলেন, ‘আমি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ২৪ অক্টোবর বিরাটের সঙ্গে দেখা করব। ও দলের অধিনায়ক। তাই ও চাইলে কোনও খেলায় বিশ্রাম নিতেই পারে। এই সিদ্ধান্ত সম্পূর্ণ ওর।’ প্রসঙ্গত, ২৪ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার জন্য ভারতের দল ঘোষণা করবেন নয়া বোর্ড প্রেসিডেন্ট সৌরভ।

আরও পড়ুন – হোয়াইট ওয়াশ প্রোটিয়রা

Previous articleখুনের দেড় মাস আগে কোথায় ছিল প্রিন্স?
Next articleদুর্গাপুজো পেরিয়ে কালীপুজো- পিছু ছাড়ছে না বৃষ্টি