ফের নোবেলজয়ী মালালাকে প্রাণনাশের হুমকি

নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে ফের হুমকির মুখে পড়তে হল। প্রাণনাশের হুমকি এল সেই এহসানউল্লা এহসানের তরফ থেকে। এই এহসানউল্লাই ২০১২ সালে গুলি করেছিল মালালাকে। সেই হামলায় দোষী সাব্যস্ত পাকিস্তানি তালিবান জঙ্গি এহসানের নামে তৈরি একটি টুইটার অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয়েছে মালালাকে। সেখানে মালালাকে উদ্দেশ্য করে বলা হয়েছে,‘দেশে ফিরে এসো। কারণ তোমার এবং তোমার বাবার সঙ্গে আমার একটি বোঝাপড়া রয়েছে। আর কোনও ভুল হবে না।’

বিশ্ব জুড়ে নারীর ক্ষমতায়নের বিশেষ মুখ মালালা। নারী-শিক্ষা আন্দোলনেরও অন্যতম মুখ নোবেলজয়ী মালালা ইউসুফজাই। সেই তাঁকে আবারও জঙ্গি আক্রোশের মুখে পড়তে হল। এর ফলে আন্তর্জাতিক মহলে প্রশ্নের মুখে পাকিস্তানের ইমরান খানের সরকার। এক অপরাধী কী ভাবে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে, তা নিয়ে মালালা নিজেও সরব হয়েছেন।

Advt

আরও পড়ুন-স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের উপস্থিতিতে ফের করোনার ওষুধ উদ্বোধন বাবা রামদেবের

মালালা টুইট করে বলেছেন, ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রাক্তন মুখপাত্র আমার এবং অন্যদের উপর হামলার দায় নিয়েছে। সে এখন সোশাল মিডিয়ায় অন্যদের খুনের হুমকি দিচ্ছে কী ভাবে?’ এই নিয়ে ইমরান খানের উপদেষ্টা রাউফ হাসান জানিয়েছেন, হুমকি নিয়ে সরকার তদন্ত করছে। টুইটার অ্যাকাউন্টটি দ্রুত বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

উল্লেখ্য, তেহরিক-ই-তালিবান পাকিস্তানের দীর্ঘদিনের কর্মী এহসানকে ২০১৭ সালে গ্রেফতার করা হয়। ২০২০ সালের জানুয়ারিতে পাক গোয়েন্দাদের নিরাপদ হেফাজত থেকে সে পালিয়ে যায়। এহসানের এই গ্রেপ্তারি এবং পালানো নিয়ে বহু প্রশ্নের উত্তর মেলেনি।

Previous articleসেদিনের এবং আজকের মিরজাফর : সম্রাট তপাদারের বই ‘বিশ্বাসঘাতক’
Next articleমরশুমের দ্বিতীয় ডার্বির রং সবুজ-মেরুন