কয়লাকাণ্ডে নয়া মোড়, জ্ঞানবন্তকে তলব সিবিআইয়ের

কয়লাপাচারকাণ্ডে এবার জ্ঞানবন্ত সিংকে (Gyanbant Singh) তলব সিবিআইয়ের (Cbi)। ৪ মে নিজাম প্যালেসে ডিরেক্টর অফ সিকিউরিটি জ্ঞানবন্ত সিংকে হাজিরা দিতে বলা হয়েছে।

সিবিআই সূত্রে খবর, কয়লা পাচারকারীদের টাকা লেনদেনে জ্ঞানবন্ত কোনওভাবে যুক্ত কি না, তা বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাজ্য পুলিশের (Police) ডিজি(Dg)-কে চিঠি দিয়ে জ্ঞানবন্তকে তলব করেছে সিবিআই। আসানসোল-দুর্গাপুর অঞ্চলে কয়লাপাচারের ঘটনার সময় আইজি (Ig) পশ্চিমাঞ্চল ছিলেন জ্ঞানবন্ত সিং।

আরও পড়ুন:৩ থেকে ৫ মে ভয়াবহ হবে করোনা পরিস্থিতি, জানাল কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি

সিবিআইয়ের অভিযোগ, কয়লাকাণ্ডের তদন্তে তাদের জিজ্ঞাসাবাদে অনেক সাক্ষী দাবি করেছেন, ডিরেক্টর অফ সিকিউরিটি সঙ্গে পাচারকারীদের যোগ রয়েছে। এ নিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর।

Advt

Previous article৩ থেকে ৫ মে ভয়াবহ হবে করোনা পরিস্থিতি, জানাল কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি
Next articleকরোনা আক্রান্ত শিয়ালদহ সেকশনের ৭৫০ রেলকর্মী, বাতিল ৫৪ জোড়া লোকাল ট্রেন