প্রতিরক্ষা শিল্পে ধর্মঘট প্রত্যাহার

ভারতের অর্ডন্যান্স বোর্ডের অধীনস্ত অস্ত্র কারখানাগুলিতে ধর্মঘট তুলে নেওয়া হল। সরকারি তরফে আলাপ-আলোচনায় নির্দিষ্ট আশ্বাস মেলার পর ধর্মঘট তোলার সিদ্ধান্ত নেয় তিনটি প্রধান কর্মচারী সংগঠন। অর্ডন্যান্স ফ্যাক্টরি বেসরকারিকরণের উদ্যোগের বিরুদ্ধে এই ধর্মঘট ডাকা হয়েছিল। শনিবার প্রতিরক্ষা উৎপাদন সচিবের সঙ্গে বৈঠকের পর তা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। শ্রমিক-কর্মচারীদের ঐক্যবদ্ধ চাপের মুখে কেন্দ্র জানিয়েছে, অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বেসরকারিকরণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। কর্মীদের দাবিদাওয়া খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনেরও আশ্বাস দিয়েছে কেন্দ্র। ফলে ধর্মঘট থেকে সরে এসে সোমবারই কাজে যোগ দেবেন শ্রমিকরা।

Previous articleবীর শহীদ রাজীব থাপাকে শেষ শ্রদ্ধা জানালো সেনাবাহিনী
Next articleবঙ্গ-বিজেপির ‘জল মেশানো’ 77 লক্ষের সদস্য-তালিকা খারিজ দিল্লিতে, কৈফিয়ত তলব