অ্যাঞ্জিওপ্লাস্টি অপারেশনের জন্য কলকাতায় আনা হল শিলিগুড়ির মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র অশোক ভট্টাচার্যকে। রবিবার সকালে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন অশোকবাবু। সেখানে তাঁর অ্যানজিওগ্রাম করা হলে চিকিৎসকেরা জানান, তাঁর হার্টে ব্লকেজ রয়েছে। স্টেন্ট বসাতে হবে। সোমবার পদাতিক এক্সপ্রেসে করে তাঁর পরিবার তাঁকে কলকাতায় নিয়ে আসেন।আজ,মঙ্গলবার আনন্দপুরের ফর্টিস হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হবে।
আরও পড়ুন-আট মাসে প্রায় 75 হাজারেরও বেশি ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার আমাজন