সোনারপুর: রবিনসন স্ট্রীটের ছায়া নরেন্দ্রপুরের নামী বহুতল আবাসনে। দাদার দেহ আগলে বোন। বাইরে থেকে দুর্গন্ধ পেয়ে আজ,মঙ্গলবার সকালে সোনারপুর থানার পুলিশকে খবর দেয় বাসিন্দারা। পুলিশ এসে নিরাপত্তারক্ষীদের নিয়ে দরজা টোকা দিলে মৃতের বোন মিনতি দেবী দরজা খুলে দেন। পুলিশ ঢুকে দেখে মেঝের মধ্যে পড়ে রয়েছেন দাদা অঞ্জন কুমার দের (70) দেহ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্লকের ৪এন ফ্ল্যাটে ভাই বোন দুজনে মিলে থাকত। প্রায় ১০ বছর ধরে এখানে থাকত। অঞ্জনবাবু পেশায় আইনজীবী ছিলেন।
