জম্মু-কাশ্মীরের উন্নয়ন, বিশেষ মন্ত্রীগোষ্ঠী গঠন কেন্দ্রের

জম্মু-কাশ্মীরে উন্নয়নের নকশা তৈরি করতে বিশেষ মন্ত্রীগোষ্ঠী গঠন করল কেন্দ্র। এই মন্ত্রীগোষ্ঠীর রিপোর্টের ভিত্তিতে কাশ্মীর নিয়ে বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারে কেন্দ্র।
কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন এই চার সদস্যের মন্ত্রিগোষ্ঠীতে রয়েছেন জিতেন্দ্র সিং, দেবেন্দ্র প্রধান এবং নরেন্দ্র সিং তোমার। 30 অক্টোবর এই মন্ত্রিগোষ্ঠী কেন্দ্রের কাছে রিপোর্ট জমা দেবে। উল্লেখ্য, তার পরের দিনই সরকারি ভাবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করবে জম্মু-কাশ্মীর এবং লাদাখ।

আরও পড়ুন-পাকিস্তানের কড়া সমালোচনায় কংগ্রেস