নিজের দেশেই তীব্র সমালোচনার মুখে ইমরান

সংবিধানের 370 ধারা বাতিল নিয়ে ভারত-পাক কূটনীতির পারদ তুঙ্গে। এ বার সেই আগুনে তেতে উঠল ইসলামাবাদের ঘরোয়া রাজনীতিও। কেন্দ্রের ওই পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলের কাছে নালিশের পালা বজায় রেখেছে পাকিস্তান। এমনকি পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে বসেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু, এ সব নিয়ে এ বার নিজের দেশেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। ইমরানের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র চেয়ারম্যান বিলাওল ভুট্টো জারদারি।

সোমবার রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে বাবা আসিফ আলি জারদারির সঙ্গে দেখা করতে যান বিলাওল ভুট্টো জারদারি। সেখানেই তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর উচিত শ্রীনগরের কথা ভুলে গিয়ে আগে মুজফফরাবাদে মনঃসংযোগ করা।’’

ইমরানকে আক্রমণ করতে গিয়ে এখানেই থামেননি বিলাওল। তিনি বলেন, ‘‘কাশ্মীর নিয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে পাক সরকার। মোদি যখন কাশ্মীর দখল করতে ব্যস্ত তখন সরকার ঘুমোচ্ছিল। তখন ইমরানের সরকার দেশের অর্থনীতি ধ্বংস করা ও বিরোধীদের কোণঠাসা করতে ব্যস্ত ছিল।’’

আরও পড়ুন-রাজস্ব জমা দিতে আর লাইন নয়, এবার অনলাইনেই রাজস্ব জমা

 

 

Previous articleপ্রতারক প্রেমিককে ধরতে গিয়ে দেশজোড়া সাট্টাচক্রের পর্দাফাঁস! তারপর?
Next articleকেডি সিং-ই বলেছিলেন অভিষেককে স্টিং করতে হবে, মুখোমুখি জেরায় সিবিআইকে বললেন ম্যাথু