রাজ্যের আরও 62টি স্টেশনে বসবে ওয়াই-ফাই

এবার রাজ্যের আরও 62টি স্টেশনে মিলবে ওয়াই-ফাইয়ের সুবিধা। জানা গিয়েছে, দেশের চার হাজার নতুন রেল স্টেশনে ওয়াইফাই বসাবে ইন্ডিয়ান রেলওয়েজ। এই তালিকায় রয়েছে রাজ্যের 62টি স্টেশনের নাম। যার মধ্যে আছে বেশ কয়েকটি মেট্রো রেল স্টেশনের নামও।

যার মধ্যে উল্লেখযোগ্য-আক্রা, যাদবপুর, নুঙ্গি, প্রিন্সেপ ঘাট, গীতাঞ্জলি, কবি নজরুল, মহানায়ক উত্তমকুমার, মাস্টারদা সূর্য সেন এবং নেতাজি।