শনিবার বেলায় ঝমঝমিয়ে বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়

শনিবার সকাল থেকেই আকাশে মেঘ জমা। বেলা গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শনিবার সারাদিনই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে উপকূলের বিভিন্ন জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়াও। সে জন্য নিরাপত্তার খাতিরে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন-আর মাত্র কয়েক মুহূর্ত, চাঁদের মাটিতে ঘোরাফেরা শুরু করবে প্রজ্ঞান

হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ এখন অবস্থান করছে পশ্চিমবঙ্গ লাগোয়া উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। এর সঙ্গে ঘূর্ণাবর্তও রয়েছে একই জায়গায়। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি চলতি মরশুমে আবহবিদদের আশঙ্কা সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে নাগাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। মৌসম ভবনের আগাম পূর্বাভাস সেপ্টেম্বরের শেষ সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-পাক ক্রিকেটারকে বুকে জড়িয়ে সমালোচনার মুখে শাহরুখ, ভাইরাল ভিডিও

Previous articleচিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে উত্তেজনা
Next articleশিয়ালদহ স্টেশনে আটক ভুয়ো মহিলা আরপিএফ কনস্টেবল