নৃশংস বললেও কম! 3 বছরের শিশুকে সাততলা থেকে ছুঁড়ে খুন

সাততলা থেকে ছুঁড়ে ফেলা হল! তাও আবার 3 বছরের একটি শিশুকে। এমনই এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল মুম্বইয়ের কোলবার। জানা গিয়েছে, এক ব্যক্তি তার বন্ধুর তিন বছরের মেয়েকে সাততলার বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দিল নিচে। আর তারপর যা হওয়ার তাই হল। মাথায় চোট পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

খবর চাউর হতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। দায়ের করা হয়েছে খুনের মামলাও। তবে ঠিক কী কারণে এভাবে ওই শিশুকে সে ছুঁড়ে ফেলল তা এখনও পর্যন্ত ধোঁয়াশা। অভিযুক্ত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন-প্রয়াত নৃত্যশিল্পী-অভিনেতা বিরু কৃষ্ণণ, বলিউডে শোকের ছায়া