বাড়ি ফিরলেন বুদ্ধদেব

অবশেষে সোমবার দুপুরেই আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে পাম এভিনিউয়ের বাড়িতে ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এ ব্যাপারে চিকিৎসকদের বিশেষ সায় না থাকলেও, বুদ্ধবাবুর জেদের কাছে কার্যত হার মেনেই তাঁকে ছুটি দেওয়া হলো। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ঝুঁকি না নিয়ে চিকিৎসক ও নার্স সহযোগে তাঁকে বাড়িতে পাঠান।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই একটানা ঘুমোচ্ছিলেন বুদ্ধবাবু। চিকিৎসকরা তাঁকে দেখে যান। তিনি স্থিতিশীল আছেন বলে দাবি চিকিৎসকদের। তাঁরা জানিয়েছেন, বুদ্ধবাবুর নিউমোনিয়ার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। অ্যান্টিবায়োটিকও চলবে আরও কিছুদিন। নিয়ন্ত্রণে রয়েছে রক্তচাপও। যদিও তাঁকে আরও অন্তত তিনদিন হাসপাতালেই পর্যবেক্ষণে রাখতে চাইছিলেন চিকিৎসকরা। কিন্তু বুদ্ধবাবুই রাজি হননি। তিনি বাড়িতেই ফিরতে চাইছেন। এবং শেষ পর্যন্ত তিনি ফিরলেন। জানা যাচ্ছে, ছুটি পেলেও এখনও বেশ দুর্বল রয়েছেন তিনি।

আরও পড়ুন-আজই ফিরছেন বুদ্ধ?

 

Previous articleব্যায়ামের নামে ছাত্রীদের কোলে বসিয়ে এই শিক্ষক যা করতেন, তা আপনাকেও লজ্জা দেবে
Next articleমুকুল রায়ের কোনও কনট্রিবিউশন নেই, শোভন এখন জিরো, বিস্ফোরক দিলীপ ঘোষ