বিজেপিতে খারাপ লোকের ছড়াছড়ি, তাই নিষ্কৃতির অপেক্ষায় শোভন ও তাঁর বান্ধবী

এক মাসও কাটেনি, বিজেপি ক্রমেই দুঃস্বপ্ন হয়ে উঠছে শোভন-বৈশাখীর কাছে। তবে বিজেপিতে এই বিতৃষ্ণা তৈরির পিছনে কোনও আদর্শগত কারণ যে নেই, তাও স্পষ্ট। তৃণমূলত্যাগের সময়ও তাঁরা ব্যক্তিগত সম্পর্ক আর তা নিয়ে ওঠা অভিযোগের ফিরিস্তি দিতেই ব্যস্ত ছিলেন, বিজেপিতে এসে অবধি তাঁদের কথাবার্তা সেই একই তারে বাঁধা। নিজেদের সম্মান, সম্পর্ক নিয়ে অন্যদের নালিশ জানাতেই ব্যস্ত দুজনে! কোথাও রাজনীতির আলোচনা নেই, মতাদর্শের কথা নেই, রাজ্য বা দেশের পরিস্থিতির পর্যালোচনা নেই। খবরে নিজেদের প্রাসঙ্গিক রাখতে ব্যক্তিগত সম্পর্কের গালগল্পই ভরসা শোভন-বৈশাখীর। সর্বশেষ, বিজেপির জয় বন্দ্যোপাধ্যায় দেবশ্রী রায়কে দলে নেওয়ার পক্ষে প্রকাশ্যে সওয়াল করতেই ফের তেলেবেগুনে জ্বলে উঠেছেন এই যুগল। শোভন বলছেন, ঠিক সময়েই সিদ্ধান্ত নেব। আর তাঁর ‘মুখপাত্র’ বৈশাখী বলছেন, 15 দিন ধরে নিষ্কৃতি চেয়ে অপেক্ষা করছি। ওদের সিদ্ধান্ত এখনও কিছু জানায়নি। তাই খুব শিগগিরই আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব।

 

Previous articleএবার বাংলাদেশি জয়ার সঙ্গে জুটি বাঁধছেন প্রসেনজিৎ! ছবির নাম জানেন?
Next articleএকই দিনে দু’বার মরণঝাঁপ মেট্রোয়, ভোগান্তির শিকার অফিস ফেরত যাত্রীদের