চাঁদে অক্ষত রয়েছে বিক্রম, জানিয়েছে ইসরো

রবিবার অর্বিটারে ধরা পড়েছে বিক্রম। আগেই সে কথা জানিয়েছিল ইসরো। এবার এসেছে আরও এক নতুন তথ্য। এক সর্বভারতীয় সংবাদ সংস্থা মারফত জানা গিয়েছে, চাঁদে অক্ষত আছে বিক্রম। চাঁদের বুকে হার্ড ল্যান্ডিং করেছে চন্দ্রযান-2-এর ল্যান্ডার। তবে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি।

হার্ড ল্যান্ডিংয়ের সময়ে বিক্রমের বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছিলেন অনেকে। কিন্তু সেই আশঙ্কা মিথ্যে প্রমাণিত করে অক্ষত অবস্থায় পাওয়া গেল চন্দ্রযান-2-এর ল্যান্ডার। অর্বিটারের প্রেরিত ছবি অনুযায়ী একটি মূল অংশেই রয়েছে বিক্রম। ভেঙে টুকরো হয়নি ল্যান্ডারের কোনও অংশ। তবে এখনও বিক্রমের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়নি। সেই চেষ্টাতেই এখন মরিয়া ইসরোর বিজ্ঞানীরা। সংযোগ করা গেলে বিক্রমের সঙ্গে কেন শুক্রবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তা জানা যাবে বলেও জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।

আরও পড়ুন – চন্দ্রযান-2 এর পর গগনযান, 2022-এ তিন ভারতীয়কে মহাকাশে পাঠাতে চলেছে ইসরো

Previous articleফিকে গেরুয়া, জেএনইউকে রাঙালেন ঐশী
Next articleদক্ষিণ ভারতে জঙ্গি হামলার আশঙ্কা, চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে