গাড়ি শিল্পের বর্তমান দুর্গতির জন্য সরকারের দায় ঝেড়ে ফেললেন সীতারমণ

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গাড়ি শিল্পের বর্তমান দুর্গতির জন্য সরকারের দায় একপ্রকার ঝেড়ে ফেললেন। বরং তিনি দায় চাপালেন অ্যাপ-ক্যাবগুলির উপর। অর্থমন্ত্রীর দাবি, গাড়ি শিল্পের বর্তমান দুর্গতির জন্য দায়ী আধুনিক যুবসমাজের মানসিকতা আর ওলা-উবেরের মতো অ্যাপ-ক্যাব।
1996-98 সাল থেকে গাড়ি বিক্রির নথি রাখা শুরু করে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (SIAM)। এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, সাম্প্রতিক কালের মতো ধস এর আগে নামেনি গাড়িশিল্পে। গবেষণায় দেখা গিয়েছে, মাসিক কিস্তিতে গাড়ি কেনার চাইতে যাতায়াতের জন্য ওলা বা উবরের মতো অ্যাপ ক্যাবই বেশি পছন্দ করছেন বর্তমান প্রজন্ম।
নির্মলা বলেন, “অটোমোবাইল ইন্ডাস্ট্রি এখন বিএস সিক্সের ফলে মন্দার শিকার হয়েছে। একই সঙ্গে সচ্ছ্বল ব্যক্তিরা যে ভাবে ওলা, উবেরের মতো সংস্থার পরিবহণ পরিষেবায় আগ্রহী হয়ে উঠেছেন, সেটার প্রভাবও পড়ছে গাড়িশিল্পে”। তিনি বলেন, “দু’বছর আগে গাড়িশিল্পে জোয়ার এসেছিল। কিন্তু কিছু অভ্যন্তরীণ কারণে এই মন্দাদশার শিকার হয়েছে গাড়িশিল্প”।

Previous articleরাজ্যে লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ কয়লা খনি চালু হলেই: মমতা
Next article‘পুলিশ বাধা দিলে রাস্তায় দেখা হবে’, কাল সিঙ্গুর থেকে নবান্নের পথে বাম- যুবরা