মিরাকেল ঘটালেন ফর্মুলা ওয়ানের সম্রাট শ্যুমাখার, ফিরলেন কোমা থেকে

একেই বোধ হয় মিরাকেল বলে। প্রায় ছ’বছর কোমায় থাকার পর অবশেষে জ্ঞান ফিরল ফর্মুলা ওয়ানের সম্রাট মাইকেল শ্যুমাখারের। এই মিরাকেল দেখে চিকিৎসকরাও হতবাক।

আজ থেকে ছ’বছরর আগে অর্থাৎ 2013 সালের 29 ডিসেম্বর আল্পসের বরফের তালে তাল মেলাতে পারেননি শ্যুমাখার।  91টি গ্রাঁ পি ও সাতটি বিশ্বখেতাব জয়ের রেকর্ড করা শ্যুমাখার ভাবতে পারেননি, রেসিং ট্র্যাকে অনায়াসে গতির ঝড় তুলতে পারলেও, বরফের ঢালে তা হয়তো খুব একটা সহজ হবে না। স্কি করতে গিয়ে আছড়ে পড়েছিলেন অনেকটা উচ্চতা থেকে। মারাত্মক চোট মাথায়। তারপর কোমায় চলে যান তিনি চিকিৎসকেরা তাঁর বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু ভগবানের আশীর্বাদে অবশেষে কোমা থেকে বেরিয়ে এসেছেন শ্যুমাখার।

প্রসঙ্গত, শেষ অনেক দিন বাড়িতেই ছিলেন তিনি। মাত্র দিন দুই আগে, অবস্থার অবনতি হওয়ায় প্যারিসের জর্জেস পম্পিদ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানেই কার্ডিও ভাসকুলার সার্জেন ফিলিপ মেনাস চিকিৎসা করেন তাঁর। আর তাতেই সাড়া দিচ্ছেন তিনি।

আরও পড়ুন-কথা নয় কাজ চাই, না হলে চাই ভাতা: দাবি মীনাক্ষিদের