গ্রেফতার এড়াতে বিজেপির দ্বারস্থ রাজীবশিবির?

গ্রেফতার এড়াতে বিজেপির দ্বারস্থ হয়েছে রাজীবকুমারের শিবির? জল্পনা তুঙ্গে। অসমর্থিত সূত্রের খবর, উত্তরপ্রদেশ ও দিল্লির একটি লবি ধরে কথা হয়েছে। এমনকি রাজ্যের দুই শীর্ষনেতাকেও নামানোর চেষ্টা হয়েছে। এদের মধ্যে একজনকে অনুরোধ করেন দুই আই পি এস। তিনি বলেন,” আমি এসবে ঢুকতে চাই না।” পরে তিনি অবশ্য দিল্লিতে একবার কথা বলেন। অন্যজনের সঙ্গে রাজীবের পুরনো দোস্তি। তিনি নাকি রাজীবের গ্রেপ্তারি ঠেকাতে নেমেছেন। যদিও এর নির্দিষ্ট কোনো তথ্য নেই। সেই নেতাও এবিষয়ে কোনো কথা বলেননি। একটি সূত্র বলছে, ফর্মুলা তৈরির চেষ্টা চলছে। সিবিআই রাজীবকে খুঁজে পাবে না। রাজীব সোমবার সুপ্রিম কোর্টে যাওয়ার সময়সুযোগ পাবেন। বদলে রাজীব তদন্তে এমন দুএকটি বড় নাম বলবেন, যাদের এরপর ডাকা হবে। অন্য একটি সূত্র বলছে, এসব গল্প রটছে। রাজীব ইস্যুতে সিবিআই সিরিয়াস। তবে শীর্ষ রাজনৈতিক মহলের কিছু বার্তা নিয়ে জটিলতা থাকছে। বিজেপির মহল আনুষ্ঠানিকভাবে বলছে সব রটনা। তারা রাজীব ইস্যুতে ঢুকছে না। রাজীবের শিবির থেকে কিছু বিষয় এলেও যেহেতু খোদ রাজীবের বক্তব্য মিলছে না, তাই এসম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। এর মধ্যেই প্রশ্ন, শনিবার সিজিও কমপ্লেক্সে কি যাবেন রাজীব কুমার? না গেলে তখন সিবিআই কী করবে?

Previous article‘ফেরার’ রাজীব কুমার ! বিমানবন্দরে দেখা গেলেই তাঁকে আটক করার নির্দেশ CBI-এর
Next articleবামেদের মিছিলে জনজোয়ার, কিন্তু ভোটটা যায় কোথায়?