বারাসাত বিশেষ আদালতে সারদার কোনো সিবিআই মামলা থাকছে না

সারদার সিবিআই মামলা RC4, RC5, RC6 – কোনো মামলাই আর বারাসাতের বিশেষ এমপি, এমএলএ কোর্টে থাকছে না। আইনি জটের প্রেক্ষিতে এই সিদ্ধান্তই নিচ্ছেন বিচারক।

RC 5: আগেই বিধাননগরে ফেরত গেছে। কারণ চার্জশিটে কুণাল ঘোষের নাম নেই।

RC 4 আর 6: তদন্তের পর্ব শেষ হয় নি। তার জন্য জরুরি কিছু ক্ষমতাও বিশেষ আদালতের নেই। ফলে আর সি 4 ফেরত যাচ্ছে আলিপুর এসিজেএম কোর্টে। আর 6 যাচ্ছে ব্যাঙ্কশাল কোর্ট সি এম এমে।

একইভাবে রাজ্যের হাতে থাকা ঘাটাল মামলাও ফেরত গেল ঘাটালে।

অর্থাৎ মামলাগুলিকে একটি বিশেষ আদালতে আনার পরেও নানা জটে তার অনেকগুলিই ফেরত গেল পুরনো কোর্টে।

Previous articleবেনজির উদ্যোগ, পুজো প্রাঙ্গণেই শিশুদের স্তন্যপানের ব্যবস্থা রেখেছে কমিটি
Next articleগ্রেফতার হলে রাজীব কুমারের ঠিকানা হবে ভুবনেশ্বর? কৌশলি চাল CBI-এর