রাজ্যপালকে যাদবপুর যেতে বারণ করেছিলেন মমতা, মানেননি ধনকড়

রাজ্যপাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে তাঁকে যেতে বারণ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি তা শোনেন নি। রাজ্যপাল যখন খবর পান বাবুল সুপ্রিয় নিগৃহীত হয়ে আটকে, তখন তিনি মুখ্যমন্ত্রীকে ফোন করেন। কিছু পরে রিং ব্যাক করেন মমতা। সব শুনে তিনি রাজ্যপালকে যেতে বারণ করেন। মমতা বলেন সরকার সব ব্যবস্থা করছে। মমতা কথা বলেন শিক্ষামন্ত্রী ও নগরপালের সঙ্গে। ওদিকে রাজ্যপাল ফোনে উপাচার্যকে বলেন, পুলিশ ডাকুন। উপাচার্য বলেন, ডাকব না। দরকারে ইস্তফা দেব। রাজ্যপাল বলেন, তাহলে অবিলম্বে ইস্তফাই দিন।

Previous articleরোনাল্ডোকে পিছনে ফেলে ফিফার ‘দ্য বেস্ট’ মেসি
Next articleআলিপুর কোর্টের রায়ে রাজীবের বিপদ বৃদ্ধি পেলেও স্বস্তিতে নবান্ন