বউবাজারের আরও 5টি বাড়ি দ্রুত খালি করার নির্দেশ দিল KMRCL

বউবাজারের বিপর্যয়ের প্রায় 11 দিন কেটে গেলেও এখনও সেখানকার পরিস্থিতি সুস্থ স্বাভাবিক হয়ে ওঠেনি। ফের তড়িঘড়ি 92 C, 93 / 1 A, 105, 103 এবং 106 নম্বর বি বি গাঙ্গুলি স্ট্রিটের পাঁচটি বাড়ি খালি করার নির্দেশ দিল KMRCL।

এর মধ্যে রয়েছে রাজ্যের পরিষদীয় মন্ত্রী তাপস রায়ের 105 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিটের ফ্ল্যাটটিও।