ফের হাজিরার জন্য নোটিশ রাজীব কুমারকে। শুক্রবার ফের প্রাক্তন পুলিশ কমিশনারের 34 নম্বর পার্কস্ট্রিটের বাড়িতে হানা দেয় সিবিআই। সেখানে গিয়ে আরও একবার রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। এর পাশাপাশি রাজীব কুমারের পাঁচজন কর্মচারীকে সাক্ষীর জন্য নোটিশ দিয়েছে সিবিআই।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলেও সিবিআইয়ের পাঁচ সদস্যের দল ADG CID রাজীব কুমারের পার্কস্ট্রিটের বাসভবনে হানা দেয়। এমনকি এদিনই সিবিআইয়ের আর এক দল ইভিজা রিসর্টেও যান তাঁর খোঁজে। যদিও এখনও পর্যন্ত দফায় দফায় তল্লাশি চালিয়েও তাঁর খোঁজ মেলেনি।

আরও পড়ুন – BREAKING:হাতের নাগালেই রাজীব! কোথায় জানেন?